নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানির সময় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এই হট্টগোল হয়।
শুনানির শুরুতেই আদালত রিটকারী আইনজীবীদের বলেন, ‘দেখান কোথায় কোথায় জারি হয়েছে। কোর্টের আদেশ ছিল সবশেষ ঠিকানায় নোটিশ জারি। না পাওয়া গেলে টাঙিয়ে দেবে। পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেবে।’
এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আমরা পত্রিকায় দিয়েছি।’ আদালত তখন বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে? সেটা দেখান।’
জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়ার রিপোর্ট আসেনি। বেলা ২টায় রাখেন। সে রিপোর্ট আসুক।’
এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আগামীকাল শুনানির জন্য থাকবে?’ কামরুল ইসলাম তখন কায়সার কামালকে ধমক দিয়ে বলেন, ‘আপনার দরকার কী?’
এ সময় আদালতে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবীরা চিৎকার করতে থাকেন। কামরুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে।
কায়সার কামাল আদালতকে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন! আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা নিরাপত্তা চাই।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তখন বলেন, ‘প্রয়োজন হলে ওকালতনামা দিয়ে অ্যাপেয়ার করবে। নইলে এখানে তাঁরা (বিএনপি পন্থী আইনজীবী) অ্যালাউ না।’ পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখেন।
এর আগে ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাঁকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে নোটিশ টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারী আইনজীবী।
তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এ ছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে উল্লিখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানির সময় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এই হট্টগোল হয়।
শুনানির শুরুতেই আদালত রিটকারী আইনজীবীদের বলেন, ‘দেখান কোথায় কোথায় জারি হয়েছে। কোর্টের আদেশ ছিল সবশেষ ঠিকানায় নোটিশ জারি। না পাওয়া গেলে টাঙিয়ে দেবে। পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেবে।’
এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আমরা পত্রিকায় দিয়েছি।’ আদালত তখন বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে? সেটা দেখান।’
জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়ার রিপোর্ট আসেনি। বেলা ২টায় রাখেন। সে রিপোর্ট আসুক।’
এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আগামীকাল শুনানির জন্য থাকবে?’ কামরুল ইসলাম তখন কায়সার কামালকে ধমক দিয়ে বলেন, ‘আপনার দরকার কী?’
এ সময় আদালতে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবীরা চিৎকার করতে থাকেন। কামরুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে।
কায়সার কামাল আদালতকে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন! আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা নিরাপত্তা চাই।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তখন বলেন, ‘প্রয়োজন হলে ওকালতনামা দিয়ে অ্যাপেয়ার করবে। নইলে এখানে তাঁরা (বিএনপি পন্থী আইনজীবী) অ্যালাউ না।’ পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখেন।
এর আগে ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাঁকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে নোটিশ টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারী আইনজীবী।
তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এ ছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে উল্লিখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪০৫ টির মতো আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করব।’
১৬ মিনিট আগেপুলিশ বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। আর ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে রাজারবাগ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগেজাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
১ ঘণ্টা আগেচলমান ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে এই রুট পরিবর্তন করা হয়।
২ ঘণ্টা আগে