নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানির সময় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এই হট্টগোল হয়।
শুনানির শুরুতেই আদালত রিটকারী আইনজীবীদের বলেন, ‘দেখান কোথায় কোথায় জারি হয়েছে। কোর্টের আদেশ ছিল সবশেষ ঠিকানায় নোটিশ জারি। না পাওয়া গেলে টাঙিয়ে দেবে। পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেবে।’
এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আমরা পত্রিকায় দিয়েছি।’ আদালত তখন বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে? সেটা দেখান।’
জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়ার রিপোর্ট আসেনি। বেলা ২টায় রাখেন। সে রিপোর্ট আসুক।’
এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আগামীকাল শুনানির জন্য থাকবে?’ কামরুল ইসলাম তখন কায়সার কামালকে ধমক দিয়ে বলেন, ‘আপনার দরকার কী?’
এ সময় আদালতে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবীরা চিৎকার করতে থাকেন। কামরুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে।
কায়সার কামাল আদালতকে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন! আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা নিরাপত্তা চাই।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তখন বলেন, ‘প্রয়োজন হলে ওকালতনামা দিয়ে অ্যাপেয়ার করবে। নইলে এখানে তাঁরা (বিএনপি পন্থী আইনজীবী) অ্যালাউ না।’ পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখেন।
এর আগে ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাঁকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে নোটিশ টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারী আইনজীবী।
তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এ ছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে উল্লিখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানিতে হাইকোর্টে আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে শুনানির সময় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে এই হট্টগোল হয়।
শুনানির শুরুতেই আদালত রিটকারী আইনজীবীদের বলেন, ‘দেখান কোথায় কোথায় জারি হয়েছে। কোর্টের আদেশ ছিল সবশেষ ঠিকানায় নোটিশ জারি। না পাওয়া গেলে টাঙিয়ে দেবে। পত্রিকায় বিজ্ঞপ্তি এবং সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেবে।’
এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আমরা পত্রিকায় দিয়েছি।’ আদালত তখন বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে? সেটা দেখান।’
জবাবে কামরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে দেওয়ার রিপোর্ট আসেনি। বেলা ২টায় রাখেন। সে রিপোর্ট আসুক।’
এ সময় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদালতকে উদ্দেশ করে বলেন, ‘তাহলে আগামীকাল শুনানির জন্য থাকবে?’ কামরুল ইসলাম তখন কায়সার কামালকে ধমক দিয়ে বলেন, ‘আপনার দরকার কী?’
এ সময় আদালতে উপস্থিত বিএনপি-সমর্থক আইনজীবীরা চিৎকার করতে থাকেন। কামরুল ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেন অনেকে।
কায়সার কামাল আদালতকে বলেন, ‘তিনি কোর্টের সামনে আমাদের থ্রেট করছেন। কোর্টের বাইরে গেলে কী করবেন! আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমরা নিরাপত্তা চাই।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর তখন বলেন, ‘প্রয়োজন হলে ওকালতনামা দিয়ে অ্যাপেয়ার করবে। নইলে এখানে তাঁরা (বিএনপি পন্থী আইনজীবী) অ্যালাউ না।’ পরে আদালত বেলা ২টায় এ বিষয়ে শুনানির জন্য রাখেন।
এর আগে ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাঁকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে নোটিশ টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারী আইনজীবী।
তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এ ছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারীপক্ষকে উল্লিখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই।
২ ঘণ্টা আগেবাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক বরাবরই চড়াই-উতরাইয়ের। এর মধ্যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এ সম্পর্ক টিকে ছিল সুতোর ওপর। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিলে দেশটির চিরবৈরী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গতি আনতে সক্রিয় হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের (সিডিপিএল) পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, তেল পরিবহনে শতাধিক
৮ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
২০ ঘণ্টা আগে