নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাংবাদিক মুন্নী সাহাসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির পৃথক নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
অন্য যাঁদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, মুন্নী সাহার স্বামী মো. কবীর হোসেন তাপস, ভাই সাংবাদিক প্রণব কুমার সাহা অপু, মা আপেল রানী সাহা ও এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, তাঁর স্ত্রী হাসু ইসলাম, ছেলে ধানাদ ইসলাম দীপ্ত, মেয়ে ফারা ইসলাম প্রভা ও শামা ইসলাম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদ এবং এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, মোহাম্মদ জহুরুল হক, মো. আলমগীর হোসেন, মো. মোস্তফা খায়ের আবদুল আজিজ ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ।
দুদকের বিভিন্ন অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। পৃথক আবেদনে বলা হয়েছে, যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে, তাঁরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ত্যাগ করলে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ব্যাহত হতে পারে।
সাংবাদিক মুন্নী সাহা ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত। তিনি আবেদনে উল্লেখ করেন, মুন্নী সাহা ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্জিত অর্থ থাকার অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গাকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করেছেন হেলালুদ্দীন। বিষয়টি দুদক অনুসন্ধান করছে।
এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ছয়জনের আবেদনে দুদক উল্লেখ করেছে, তাঁরা এস আলমকে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছেন—এমন অভিযোগের অনুসন্ধান চলছে।
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাংবাদিক মুন্নী সাহাসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির পৃথক নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
অন্য যাঁদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, মুন্নী সাহার স্বামী মো. কবীর হোসেন তাপস, ভাই সাংবাদিক প্রণব কুমার সাহা অপু, মা আপেল রানী সাহা ও এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, তাঁর স্ত্রী হাসু ইসলাম, ছেলে ধানাদ ইসলাম দীপ্ত, মেয়ে ফারা ইসলাম প্রভা ও শামা ইসলাম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদ এবং এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, মোহাম্মদ জহুরুল হক, মো. আলমগীর হোসেন, মো. মোস্তফা খায়ের আবদুল আজিজ ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ।
দুদকের বিভিন্ন অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। পৃথক আবেদনে বলা হয়েছে, যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে, তাঁরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ত্যাগ করলে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ব্যাহত হতে পারে।
সাংবাদিক মুন্নী সাহা ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত। তিনি আবেদনে উল্লেখ করেন, মুন্নী সাহা ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্জিত অর্থ থাকার অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গাকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করেছেন হেলালুদ্দীন। বিষয়টি দুদক অনুসন্ধান করছে।
এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ছয়জনের আবেদনে দুদক উল্লেখ করেছে, তাঁরা এস আলমকে বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছেন—এমন অভিযোগের অনুসন্ধান চলছে।
ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
২ ঘণ্টা আগেনিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৩ ঘণ্টা আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩ ঘণ্টা আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে