নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু করবে। এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পরের দিন মঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আর ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৮ জুলাই সকাল ১০টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ১৯ জুলাই রাতে কারফিউ দিলে রেলওয়ে জানায়, কারফিউর মধ্যে ট্রেন চলাচল সম্ভব নয়। এ ছাড়া ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে রেলের ২২ কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়।
তবে কারফিউ শিথিল থাকা সময়ের মধ্যে ১ থেকে ৩ আগস্ট তিন দিন স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করেছিল। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
কয়েক দিন ধরে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক হলেও ট্রেন চলাচল নিয়ে প্রশ্ন তৈরি হয়। এরই মধ্যে আজ বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলের ঘোষণা দিল।
এদিকে আজ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশব্যাপী ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুষ্কৃতকারীরা আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে।
গত ১৯ জুলাই ও ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) ট্রেনের ৬টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেনের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজার গ্লাস এবং পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে ফেলে। বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেইজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা সময়সাপক্ষে ব্যাপার।
ট্রেন চলাচল শুরু হলেও জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেন ঢাকায় থাকা অতিরিক্ত রেক দিয়ে পরিচালনা করা যাবে।
এ অবস্থায়, জামালপুর এক্সপ্রেস ও পরাবত এক্সপ্রেস ট্রেন মেরামতকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাল বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভুয়াপুর-ঢাকা রুটে এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করে।
আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু করবে। এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পরের দিন মঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আর ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৮ জুলাই সকাল ১০টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ১৯ জুলাই রাতে কারফিউ দিলে রেলওয়ে জানায়, কারফিউর মধ্যে ট্রেন চলাচল সম্ভব নয়। এ ছাড়া ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে রেলের ২২ কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়।
তবে কারফিউ শিথিল থাকা সময়ের মধ্যে ১ থেকে ৩ আগস্ট তিন দিন স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করেছিল। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
কয়েক দিন ধরে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক হলেও ট্রেন চলাচল নিয়ে প্রশ্ন তৈরি হয়। এরই মধ্যে আজ বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলের ঘোষণা দিল।
এদিকে আজ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশব্যাপী ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুষ্কৃতকারীরা আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে।
গত ১৯ জুলাই ও ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলায় জামালপুর এক্সপ্রেস (৭৯৯/৮০০) ট্রেনের ৬টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেনের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজার গ্লাস এবং পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে ফেলে। বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেইজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে। যা সময়সাপক্ষে ব্যাপার।
ট্রেন চলাচল শুরু হলেও জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। তবে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭৪০) ট্রেন ঢাকায় থাকা অতিরিক্ত রেক দিয়ে পরিচালনা করা যাবে।
এ অবস্থায়, জামালপুর এক্সপ্রেস ও পরাবত এক্সপ্রেস ট্রেন মেরামতকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাল বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-জামালপুর-ভুয়াপুর-ঢাকা রুটে এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করে।
দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড়সম প্রত্যাশা। সেই সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে—কী চেয়েছিলাম
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সময়ে নতুন করা হয়েছে ৯টি অধ্যাদেশ।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৩১৮ জন কর্মকর্তা কর্মরত। অতিরিক্ত এসব কর্মকর্তা রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে। তাঁদের অনেকে পদোন্নতি পেলেও দায়িত্ব পাচ্ছেন না। আবার অতিরিক্ত পদোন্নতির কারণে বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে।
৬ ঘণ্টা আগেরাতের ট্রেনযাত্রায় কেবিনে যাত্রীদের ঘুমানোর জন্য দেওয়া হয় বেডিং (চাদর, বালিশ, কম্বল)। এ জন্য টাকা টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই বেডিং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মান উন্নয়নের জন্য চার্জ বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বেডিং চার্জ বাড়ালে কেবিনের টিকিটের দাম, অর্থাৎ ভাড়াও বাড়বে।
৬ ঘণ্টা আগে