নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পর আবারও ঢাকায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড়োজাহাজের এসি কাজ না করায় ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়। পরে এক ঘণ্টা পর সেই যাত্রীদের নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। আর এসবের প্রভাবে সিলেটগামী বিমানের একটি ফ্লাইটও দেড় ঘণ্টা বিলম্বে ছাড়ে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১১ ফ্লাইট। কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও সেটি আর গন্তব্যে যেতে পারেনি। আকাশে প্রায় ৩০ মিনিট উড়লেও এসি কাজ না করায় যাত্রীদের নামিয়ে দিতে হয়েছে। পরে সেই যাত্রীদের নিয়ে সোয়া ১০টার পর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় বিমানের অন্য একটি ফ্লাইট।
ওই ফ্লাইটে থাকা সালেহ আকরাম সম্রাট ঢালী নামের এক যাত্রী ঘটনাটি উল্লেখ করে সামাজিকমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ বিমানে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি। এসি চলছে না। সবাই ঘেমে যাচ্ছিল। বিমান ছাড়ার আগে এসি না চলার একাধিক অভিযোগের জবাবে পাইলট স্যরি বলে বক্তব্য শুরু করলেন। আরও বললেন বিমান ওড়া শুরু করলে ঠান্ডা বাতাস শুরু হবে।’
অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, চট্টগ্রাম রুটের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছিল। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়। এরপর আরেকটি ফ্লাইটে তাঁদের চট্টগ্রাম পাঠানো হয়েছে। সেই উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পর আবারও ঢাকায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড়োজাহাজের এসি কাজ না করায় ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়। পরে এক ঘণ্টা পর সেই যাত্রীদের নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। আর এসবের প্রভাবে সিলেটগামী বিমানের একটি ফ্লাইটও দেড় ঘণ্টা বিলম্বে ছাড়ে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১১ ফ্লাইট। কিন্তু যাত্রী নিয়ে আকাশে উড়লেও সেটি আর গন্তব্যে যেতে পারেনি। আকাশে প্রায় ৩০ মিনিট উড়লেও এসি কাজ না করায় যাত্রীদের নামিয়ে দিতে হয়েছে। পরে সেই যাত্রীদের নিয়ে সোয়া ১০টার পর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় বিমানের অন্য একটি ফ্লাইট।
ওই ফ্লাইটে থাকা সালেহ আকরাম সম্রাট ঢালী নামের এক যাত্রী ঘটনাটি উল্লেখ করে সামাজিকমাধ্যমে বলেন, ‘বাংলাদেশ বিমানে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি। এসি চলছে না। সবাই ঘেমে যাচ্ছিল। বিমান ছাড়ার আগে এসি না চলার একাধিক অভিযোগের জবাবে পাইলট স্যরি বলে বক্তব্য শুরু করলেন। আরও বললেন বিমান ওড়া শুরু করলে ঠান্ডা বাতাস শুরু হবে।’
অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, চট্টগ্রাম রুটের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছিল। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়। এরপর আরেকটি ফ্লাইটে তাঁদের চট্টগ্রাম পাঠানো হয়েছে। সেই উড়োজাহাজটি মেরামতের জন্য হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৮ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১০ ঘণ্টা আগে