শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব খবর পাচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন জাতিসংঘ। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকজন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাঁর অন্য ব্যবসা কার্যালয় দখল করেছে। সরকার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। জাতিসংঘের মহাসচিব কি তাঁর এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে অবগত?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বিষয়টি আমরা অবগত। আমরা আবারও বলতে চাই যে বিগত কয়েক বছর ধরেই ড. ইউনূস জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি সরকারি ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পক্ষের একজন ব্যক্তিত্ব।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এবং সাধারণভাবে আমাদের উন্নয়নকাজকে ঘিরে বেশ কয়েকটি উদ্যোগে সহযোগিতা করছেন তিনি। তাঁর সঙ্গে সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ থেকে যেসব খবর আসছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’
এর আগে, নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি।
গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’
শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব খবর পাচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন জাতিসংঘ। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকজন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাঁর অন্য ব্যবসা কার্যালয় দখল করেছে। সরকার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। জাতিসংঘের মহাসচিব কি তাঁর এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে অবগত?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বিষয়টি আমরা অবগত। আমরা আবারও বলতে চাই যে বিগত কয়েক বছর ধরেই ড. ইউনূস জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি সরকারি ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পক্ষের একজন ব্যক্তিত্ব।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এবং সাধারণভাবে আমাদের উন্নয়নকাজকে ঘিরে বেশ কয়েকটি উদ্যোগে সহযোগিতা করছেন তিনি। তাঁর সঙ্গে সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ থেকে যেসব খবর আসছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’
এর আগে, নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি।
গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
১৯ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে