নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারা দেশে ৮০ লাখ টিকা দেবে সরকার। প্রথম দফায় ইউনিয়ন ও ওয়ার্ডে চলবে এই টিকাদান। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে আরও দুই দফায় দেশে টিকা ক্যাম্পেইন করা হয়।
পরে এক ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, '২৮ তারিখ সকাল ৯টা থেকে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। ৮০ লাখ টিকা দেওয়ার লক্ষ্য। এই টার্গেট বৃদ্ধি করতে থাকব। প্রধানমন্ত্রীর জন্মদিন এদিন। ইনশা আল্লাহ লক্ষ্য অর্জন হবে বলে আশা করছি।'
মন্ত্রী জানান, আগামী ২৮ সেপ্টেম্বর দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশনের ৪৪৩ ওয়ার্ডে টিকা দেওয়া হবে। ৩২ হাজার ছয়জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী টিকাদানে কাজ করবেন।
প্রথম দুই ঘণ্টায় ৫০ বছরের বেশি বয়সের নারী ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের টিকা দেওয়া হবে না। ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ দেওয়া হবে। পরের মাসে দ্বিতীয় ডোজ টিকা দেব। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত টিকা কার্যক্রম চলমান থাকবে।'
স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা নেওয়া যাবে। পাশাপাশি টিকা নিতে যারা রেজিস্ট্রেশন করেছেন সেই কার্ড নিয়ে গেলেও টিকা পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ মানুষ এবং দ্বিতীয় ডোজ ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারা দেশে ৮০ লাখ টিকা দেবে সরকার। প্রথম দফায় ইউনিয়ন ও ওয়ার্ডে চলবে এই টিকাদান। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে আরও দুই দফায় দেশে টিকা ক্যাম্পেইন করা হয়।
পরে এক ভার্চুয়্যাল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, '২৮ তারিখ সকাল ৯টা থেকে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। ৮০ লাখ টিকা দেওয়ার লক্ষ্য। এই টার্গেট বৃদ্ধি করতে থাকব। প্রধানমন্ত্রীর জন্মদিন এদিন। ইনশা আল্লাহ লক্ষ্য অর্জন হবে বলে আশা করছি।'
মন্ত্রী জানান, আগামী ২৮ সেপ্টেম্বর দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশনের ৪৪৩ ওয়ার্ডে টিকা দেওয়া হবে। ৩২ হাজার ছয়জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী টিকাদানে কাজ করবেন।
প্রথম দুই ঘণ্টায় ৫০ বছরের বেশি বয়সের নারী ও প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের টিকা দেওয়া হবে না। ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ দেওয়া হবে। পরের মাসে দ্বিতীয় ডোজ টিকা দেব। লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত টিকা কার্যক্রম চলমান থাকবে।'
স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা নেওয়া যাবে। পাশাপাশি টিকা নিতে যারা রেজিস্ট্রেশন করেছেন সেই কার্ড নিয়ে গেলেও টিকা পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৪১ লাখ মানুষ এবং দ্বিতীয় ডোজ ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১৫ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৩ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৪ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১০ ঘণ্টা আগে