নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, নিম্নমানের ১০টি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৩২৪ কোটি টাকার অপচয় ও আত্মসাৎ হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী এবং সাবেক এডিজি (ডেভেলপমেন্ট) মোহাম্মদ হাসান মনসুর।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করেছেন। টেন্ডারের শর্ত ভঙ্গ করে লোকোমোটিভ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন, জাল নথি তৈরি এবং প্রয়োজনীয় সনদ ছাড়া ইঞ্জিনগুলো সরবরাহ করা হয়। এ প্রক্রিয়ায় ১ কোটি ৩৬ লাখ টাকারও বেশি অর্থ সরাসরি আত্মসাৎ করা হয়েছে।
অন্যদিকে নিম্নমানের লোকোমোটিভ ইঞ্জিন আমদানি করে সরকারের প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দুদকের অভিযোগে উল্লেখ রয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, নিম্নমানের ১০টি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৩২৪ কোটি টাকার অপচয় ও আত্মসাৎ হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী এবং সাবেক এডিজি (ডেভেলপমেন্ট) মোহাম্মদ হাসান মনসুর।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করেছেন। টেন্ডারের শর্ত ভঙ্গ করে লোকোমোটিভ ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তন, জাল নথি তৈরি এবং প্রয়োজনীয় সনদ ছাড়া ইঞ্জিনগুলো সরবরাহ করা হয়। এ প্রক্রিয়ায় ১ কোটি ৩৬ লাখ টাকারও বেশি অর্থ সরাসরি আত্মসাৎ করা হয়েছে।
অন্যদিকে নিম্নমানের লোকোমোটিভ ইঞ্জিন আমদানি করে সরকারের প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দুদকের অভিযোগে উল্লেখ রয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন। সেখানে ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫’-এ অংশ নেবেন তিনি।
১ ঘণ্টা আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
২ ঘণ্টা আগেরাজধানীসহ দেশের বাজারে বিক্রি হওয়া খোলা তেলের ৫১ শতাংশেই ভিটামিন ‘এ’ খুঁজে পায়নি পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
২ ঘণ্টা আগেআধুনিক নগরসভ্যতায় পরিবহন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যার ক্রমাগত বৃদ্ধি হয়ে উঠছে যানজট, বায়ুদূষণ, জ্বালানি অপচয় এবং মানসিক চাপের প্রধান কারণ। আর এ কারণেই আজ (২২ সেপ্টেম্বর) পালিত হচ্ছে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস।
৫ ঘণ্টা আগে