নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারির বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করবে বলে সরকারি ভাষ্যে বলা হলেও কি কি বিধিনিষেধ শিথিল করা হবে সে বিষয়ে কিছু জানায়নি সরকার। সরকার বলছে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সোমবার আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে কি কি বিধিনিষেধ শিথিল রাখা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু করা এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। খামারিরা গরু, ছাগল কিংবা পশু কোরবানির জন্য তৈরি করেছে, সেগুলো যদি তাঁরা বিক্রি করতে না পারেন তাহলে আরেক বছর পালতে হবে। সব দোকান মালিক দুই ঈদের জন্য বসে থাকে। তাঁদের সমস্ত খরচ দুই ঈদে ওঠে। সবকিছু চিন্তাভাবনা করেই সরকার জীবিকা ও জীবনের তাগিদে যেগুলো প্রয়োজন সেগুলো মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা দেবে।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এরপরেও সংক্রমণ না কমায় গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।
আরও পড়ুন:
করোনা মহামারির বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করবে বলে সরকারি ভাষ্যে বলা হলেও কি কি বিধিনিষেধ শিথিল করা হবে সে বিষয়ে কিছু জানায়নি সরকার। সরকার বলছে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সোমবার আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে কি কি বিধিনিষেধ শিথিল রাখা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু করা এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। খামারিরা গরু, ছাগল কিংবা পশু কোরবানির জন্য তৈরি করেছে, সেগুলো যদি তাঁরা বিক্রি করতে না পারেন তাহলে আরেক বছর পালতে হবে। সব দোকান মালিক দুই ঈদের জন্য বসে থাকে। তাঁদের সমস্ত খরচ দুই ঈদে ওঠে। সবকিছু চিন্তাভাবনা করেই সরকার জীবিকা ও জীবনের তাগিদে যেগুলো প্রয়োজন সেগুলো মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা দেবে।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এরপরেও সংক্রমণ না কমায় গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।
আরও পড়ুন:
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবেন এমন প্রত্যাশা করে আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে। কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদের সবাইকে মৌলিক জায়গাগুলোতে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহ রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেই...
২৬ মিনিট আগেআজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করছে বাংলাদেশ। গত মার্চ ও এপ্রিল মাসে আমদানি করা পণ্যের বিপরীতে বাংলাদেশকে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার (১৮৭ কোটি ডলার) পরিশোধ করতে হচ্ছে, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। এ বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও...
৫ ঘণ্টা আগেদেশের কৃষি, অবকাঠামো, উচ্চশিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই চার খাতে নতুন করে বড় পরিসরের বিনিয়োগ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই খাতগুলোয় নতুন করে সরকারি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ—মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের উৎপাদনশীলতা, দক্ষতা এবং জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
৬ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়া থেকে ৬৫৮ কোটি টাকায় কেনা ডিজেলচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৪৭টি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এগুলোর ডিসপ্লে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ঘোষণা শুনতে পাচ্ছে না যাত্রীরা। এ কারণে ডিসপ্লে, পিআইএস, কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই।
১১ ঘণ্টা আগে