বিজয় দিবস উদ্যাপনে এক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আগামীকাল ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রোববার ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে সম্মান জানিয়ে ভারতেও বিজয় দিবস উদ্যাপিত হয়। প্রতি বছর এই দিনটিতে কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। ২০২২ সালে ২৯ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যকার অস্থির পরিস্থিতির কারণে শুরুতে মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত ৮ জন মুক্তিযোদ্ধা অংশ নিচ্ছেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ সামরিক চিহ্ন ও স্মারক প্রদর্শনীতে অংশ নেবেন।
সম্প্রতি বাংলাদেশে ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতি বছরের মতো এ বছর বিজয় দিবস উদ্যাপনের আয়োজনটি হবে কিনা এ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। এরপর কলকাতার বিজয় দিবসে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়।
বিজয় দিবস উদ্যাপনে এক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আগামীকাল ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রোববার ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে সম্মান জানিয়ে ভারতেও বিজয় দিবস উদ্যাপিত হয়। প্রতি বছর এই দিনটিতে কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। ২০২২ সালে ২৯ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যকার অস্থির পরিস্থিতির কারণে শুরুতে মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত ৮ জন মুক্তিযোদ্ধা অংশ নিচ্ছেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ সামরিক চিহ্ন ও স্মারক প্রদর্শনীতে অংশ নেবেন।
সম্প্রতি বাংলাদেশে ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতি বছরের মতো এ বছর বিজয় দিবস উদ্যাপনের আয়োজনটি হবে কিনা এ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। এরপর কলকাতার বিজয় দিবসে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
২৫ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে