Ajker Patrika

তফসিল ঘোষণার পরও ‘প্রশ্ন’ থাকলে জবাব দেবেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯: ০১
তফসিল ঘোষণার পরও ‘প্রশ্ন’ থাকলে জবাব দেবেন ইসি সচিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করবেন। এরপরও ‘প্রশ্ন’ থাকলে তার জবাব দেবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। 

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৫টায় সভা শুরু করার পর মাগরিবের নামাজের বিরতি দিয়ে ৫টা ৪০ মিনিটে সিইসির কক্ষে কমিশনের ২৬তম মুলতবি সভা আবার শুরু হয়। এ সভায় ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। 

ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রিফিং করবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। 

সিইসির সঙ্গে বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত