ঢাবি প্রতিনিধি
মঙ্গল শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে সাদা পাঞ্জাবি, মাথায় ক্যাপ ও গায়ে গামছা জড়ানো অবস্থায় দেখা মেলে এক বিদেশির। কাছে গিয়ে নাম-পরিচয় জিজ্ঞেস করতেই জানান—নাম অ্যাডাম, সুইজারল্যান্ডের নাগরিক তিনি। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে অ্যাডাম বললেন, ‘বিউটিফুল হেয়ার, অনেক মজা।’
অ্যাডাম আরও বলেন, ‘নববর্ষের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি। বিভিন্ন স্ট্যাচু দেখছি, অনেক সুন্দর। অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, সবকিছু সুন্দরে ভরপুর। আমাদের মন আনন্দে ভরে উঠুক।’ এরপর ধন্যবাদ দিয়ে কথা বলা শেষ করেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তাবলয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৯টায় শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩০ বরণের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া নারীদের পরনে ছিল শাড়ি আর মাথায় ছিলে ফুলের টায়রা। পুরুষদের পরনে ছিল পাঞ্জাবি। ছয়টি মোটিফ সামনে রেখে আয়োজন হয় এবারের শোভাযাত্রা। প্রধান দুই মোটিফ হলো মায়ের কোলে শিশু এবং নীলগাই। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, প্রতীকীভাবে বৈশ্বিক শান্তির বার্তা রয়েছে সেখানে। এ ছাড়া বিপন্ন হারিয়ে যাওয়া প্রাণীদের প্রতীকী হিসেবে রাখা হয়েছে নীলগাই। এ ছাড়া আরও চারটি মোটিফ শোভাযাত্রায় প্রদর্শিত হয়। সেগুলো হলো ভেড়া, হরিণ, বাঘ ও ময়ূর।
মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে। নববর্ষ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গল শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে সাদা পাঞ্জাবি, মাথায় ক্যাপ ও গায়ে গামছা জড়ানো অবস্থায় দেখা মেলে এক বিদেশির। কাছে গিয়ে নাম-পরিচয় জিজ্ঞেস করতেই জানান—নাম অ্যাডাম, সুইজারল্যান্ডের নাগরিক তিনি। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে অ্যাডাম বললেন, ‘বিউটিফুল হেয়ার, অনেক মজা।’
অ্যাডাম আরও বলেন, ‘নববর্ষের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি। বিভিন্ন স্ট্যাচু দেখছি, অনেক সুন্দর। অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, সবকিছু সুন্দরে ভরপুর। আমাদের মন আনন্দে ভরে উঠুক।’ এরপর ধন্যবাদ দিয়ে কথা বলা শেষ করেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তাবলয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৯টায় শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩০ বরণের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া নারীদের পরনে ছিল শাড়ি আর মাথায় ছিলে ফুলের টায়রা। পুরুষদের পরনে ছিল পাঞ্জাবি। ছয়টি মোটিফ সামনে রেখে আয়োজন হয় এবারের শোভাযাত্রা। প্রধান দুই মোটিফ হলো মায়ের কোলে শিশু এবং নীলগাই। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, প্রতীকীভাবে বৈশ্বিক শান্তির বার্তা রয়েছে সেখানে। এ ছাড়া বিপন্ন হারিয়ে যাওয়া প্রাণীদের প্রতীকী হিসেবে রাখা হয়েছে নীলগাই। এ ছাড়া আরও চারটি মোটিফ শোভাযাত্রায় প্রদর্শিত হয়। সেগুলো হলো ভেড়া, হরিণ, বাঘ ও ময়ূর।
মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে। নববর্ষ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
আদালতে দুদকের করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নসরুল হামিদ তাঁর স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
২১ মিনিট আগে‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।
২৯ মিনিট আগেবহু বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অবশেষে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের চারটি জেলা—ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় এই ঘরগুলো বিতরণ করা হয়। আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টা নিজ কার্যালয় থেকে...
১ ঘণ্টা আগে