Ajker Patrika

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া 

করোনা টিকার ডোজ সম্পন্ন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিনি। ভিড় এড়াতে আগের মতো  এবারও গাড়িতে বসেই টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন। যথারীতি দ্বিতীয় ডোজেও তাঁকে মডার্নার টিকা দেওয়া হয়েছে।

করোনামুক্ত হওয়ার দুই মাস পরে গত ১৯ জুলাই একই কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা নেন খালেদা জিয়া। ১৯ জুন করোনা ও করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। 

আজ বুধবার বিকেলে গুলশানের বাসা ফিরোজা থেকে টিকা কেন্দ্রের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। বিকেল ৪টা ১১ মিনিটে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান তিনি। টিকা নেওয়ার পরেই টিকা কেন্দ্র থেকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। 

গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ মে করোনামুক্ত হন তিনি। ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। বাসায় ফেরার এক মাসের মাথায় করোনা টিকার প্রথম ডোজ নেন। এর আগে গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে খালেদা জিয়ার জন্য টিকার নিবন্ধন করা হয়। এরপর ফিরতি এসএমএস এ ১৯ জুলাই, সোমবার টিকা নেওয়ার দিন, তারিখ জানানো হয়। সেখানে টিকা কেন্দ্র হিসেবে মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নাম উল্লেখ ছিল। 

করোনায় আক্রান্ত হলে শুরুতে বাসাতেই চিকিৎসা নেন খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে করোনামুক্ত হলেও করোনা পরবর্তী বেশ কিছু জটিলতা বেশ ভোগায় তাঁকে। ৫৩ দিন হাসপাতালে থাকার বাসায় ফেরেন। বর্তমানে আগের চেয়ে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত