নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল শনিবার ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।
ইসহাক দার দুই দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় আসেন। গুলশানে পাকিস্তান হাইকমিশনে তাঁর সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আলাদাভাবে সাক্ষাৎ করেন। তিনি আজ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
বিএনপির নেতাদের সঙ্গে ইসহাক দারের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক পোস্টে জানায়, ইসহাক দার পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তাঁর দেশের অঙ্গীকারের কথা দলগুলোকে জানিয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
ইসহাক দারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাক্ষাতের বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, জামায়াতের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশে বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত নেতাদের সাহস ও দৃঢ়প্রতিজ্ঞার প্রশংসা করেন।
জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সার্ক সক্রিয় করা এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সূত্র জানায়, এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইসহাক দার বাংলাদেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নাসিরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ সাত নেতা। আখতার হোসেন বলেন, এনসিপি বলেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, যেখানে কারও কোনো আধিপত্য থাকবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ’৭১ ইস্যু নিয়ে আলোচনা হওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আজ সকালে বৈঠকের মধ্য দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হবে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বিনিময়ের বিষয়ে স্মারক সই। সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে আগে সই হওয়া একটি সমঝোতা স্মারক নবায়ন হবে। দুই দেশের পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সংস্থা এবং কৃষি গবেষণা খাতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ ও যুদ্ধপূর্ব সম্পদের হিস্যাসহ অনিষ্পন্ন বিষয়গুলো তোলা হতে পারে। বাণিজ্য, যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) সক্রিয় করাসহ আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপায় নিয়েও তাঁরা কথা বলবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁদের বাসায় যাওয়ার কথা রয়েছে।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কোনোরকমে টিকে ছিল। তাঁর পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পাকিস্তান তৎপর হয়।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও বর্তমানে সরকারি সফরে ঢাকায় রয়েছেন। গত জুলাইয়ে ঢাকা ঘুরে গেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর আজ রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল শনিবার ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।
ইসহাক দার দুই দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় আসেন। গুলশানে পাকিস্তান হাইকমিশনে তাঁর সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আলাদাভাবে সাক্ষাৎ করেন। তিনি আজ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
বিএনপির নেতাদের সঙ্গে ইসহাক দারের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক পোস্টে জানায়, ইসহাক দার পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তাঁর দেশের অঙ্গীকারের কথা দলগুলোকে জানিয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
ইসহাক দারের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাক্ষাতের বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, জামায়াতের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশে বিরূপ রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত নেতাদের সাহস ও দৃঢ়প্রতিজ্ঞার প্রশংসা করেন।
জামায়াতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সার্ক সক্রিয় করা এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সূত্র জানায়, এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ইসহাক দার বাংলাদেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন নাসিরউদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ সাত নেতা। আখতার হোসেন বলেন, এনসিপি বলেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, যেখানে কারও কোনো আধিপত্য থাকবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ’৭১ ইস্যু নিয়ে আলোচনা হওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আজ সকালে বৈঠকের মধ্য দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হবে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে, দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বিনিময়ের বিষয়ে স্মারক সই। সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে আগে সই হওয়া একটি সমঝোতা স্মারক নবায়ন হবে। দুই দেশের পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সংস্থা এবং কৃষি গবেষণা খাতে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ ও যুদ্ধপূর্ব সম্পদের হিস্যাসহ অনিষ্পন্ন বিষয়গুলো তোলা হতে পারে। বাণিজ্য, যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) সক্রিয় করাসহ আঞ্চলিক সহযোগিতা জোরদারের উপায় নিয়েও তাঁরা কথা বলবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁদের বাসায় যাওয়ার কথা রয়েছে।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কোনোরকমে টিকে ছিল। তাঁর পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পাকিস্তান তৎপর হয়।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও বর্তমানে সরকারি সফরে ঢাকায় রয়েছেন। গত জুলাইয়ে ঢাকা ঘুরে গেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর আজ রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ কাটছেই না। সংসদ নির্বাচনের আগে নাকি পরে সনদের বাস্তবায়ন—এ নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তি এখনো স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটের আগেই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চায়। জামায়াতে ইসলামীর অবস্থানও সেটাই। অপর দিকে বিএনপিসহ সমমনাদের অবস্থান...
৫ ঘণ্টা আগেসন্ধ্যা নামার আগে আগে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানঘাটের বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে। শেষবারের মতো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন সহকর্মী ও সহযোদ্ধারা। নীরবে দাঁড়িয়ে বারবার চোখ মুছছিলেন স্ত্রী-কন্যা ও স্বজনেরা।
৯ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে দায়ের করা দাবি-আপত্তির ওপর শুনানি শুরু করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দীন কমিশন। আগামীকাল রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শুরু হবে।
১১ ঘণ্টা আগেদেশে এখন বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, ‘দেশে এখন বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেন নাই। এখন সবাই যাঁর যাঁর মতো করে প্রকাশ করতে পারেন।’
১২ ঘণ্টা আগে