নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনিয়মের অভিযোগ এনে গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এবার কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের তথ্য সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা আমরা এখনো জানি না। অনিয়মের কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।’
নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের পর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিইনি। ঢাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজে ভোটগ্রহণে অনিয়মের ঘটনা দেখেই নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ভোটগ্রহণ বন্ধের পর কোনো চাপের সম্মুখীন হয়েছেন কী-না এমন প্রশ্নে সিইসি জানান, কোনো চাপে নেই। নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এর পরপরই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।
অনিয়মের অভিযোগ এনে গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এবার কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের তথ্য সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা আমরা এখনো জানি না। অনিয়মের কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।’
নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের পর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিইনি। ঢাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজে ভোটগ্রহণে অনিয়মের ঘটনা দেখেই নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ভোটগ্রহণ বন্ধের পর কোনো চাপের সম্মুখীন হয়েছেন কী-না এমন প্রশ্নে সিইসি জানান, কোনো চাপে নেই। নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এর পরপরই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৬ মিনিট আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩৫ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘পাশ কাটিয়ে’ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তি করে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে
৩৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশের নাগরিকদের সব সেবা এক ঠিকানায় পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’, যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। এই উদ্যোগের আওতায় ব্যক্তি উদ্যোক্তারা সেবাদাতা হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এর সঙ্গে
১ ঘণ্টা আগে