Ajker Patrika

এনআইডি সংশোধনের আবেদন যেনতেনভাবে বাতিল করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৫, ১৭: ৪৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, যেনতেনভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল করা যাবে না। কোনো আবেদন বাতিল করা হলে তার কারণ উল্লেখ করতে হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। কারণ উল্লেখ না করে আবেদন বাতিল করলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান এ এস এম হুমায়ুন কবীর। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় ভোটার নিবন্ধন চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন আটটি দেশে চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডাতে শুরু হবে। তখন ৯টা দেশ হবে।’

হুমায়ুন কবীর বলেন, ‘অন্যান্য দেশে চালু করার জন্য যে সমস্যা হচ্ছে, সেটা হলো—দূতাবাসে জায়গার অভাব। অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। আগামী সপ্তাহে আন্তমন্ত্রণালয় সভা করব সমস্যা চিহ্নিত ও সমাধান করে যেন ৪০ দেশে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা গত কয়েক মাসে ৭-৮টা দেশে কাজ করলাম। এই সময়ে আরও কয়েকটি করতে পারলে ভালো হতো। এ মাসের শেষ নাগাদ আরেকটু অগ্রগতি হবে বলে আশা করি। আমেরিকায় এখনো ক্লিয়ারেন্স পাইনি। পেলে কাজটা শুরু করতে পারব।’

একাধিক এনআইডির বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘কমিশনে সিদ্ধান্ত হয়েছে যে একাধিক এনআইডি থাকলে প্রথমটি বহাল রেখে পরেরগুলো বাতিল করা হবে।’

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে থাকা রোহিঙ্গা ডেটাবেসের বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘প্রথম সিদ্ধান্ত ছিল—ডেটাবেস ইসিকে এপিআইয়ের মাধ্যমে দেওয়া হবে। সেটি হলে আমরা এটি পেয়ে যেতাম। এটি এখন কমিশনের কাছে থাকবে না। সরকারের কোনো একটি মন্ত্রণালয়ে থাকবে। যেখান থেকেই হোক তথ্যটা যেন পাই, আমরা তথ্যটা পেলেই খুশি।’

নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, ‘রোহিঙ্গা আর বিদেশিদের আমরা আমাদের ডেটাবেসে প্রবেশ করতে দেব না। ৫৬টি বিশেষ উপজেলায় ও যেকোনো জায়গায় আমাদের যে টেকনিক আছে, সেগুলো অব্যাহত থাকবে। কাজেই তাদের ভোটার তলিকায় ঢুকে যাওয়া সহজ হবে না। ভোটার হতে আসলে আমরা যত রকমভাবে সম্ভব চেক করে নেব। আগের মতো আর সহজ নেই যদি না আমি মোটিভেটেড না হই।’

এনআইডি সংশোধন সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে এনআইডি সংশোধনের যে ক্ষমতা ছিল সেটা জেলা অফিসারকেও দায়িত্ব দিচ্ছি। কমিশন ও সচিবালয় আমরা সবাই মিলে মানুষকে দ্রুত সেবা দিতে চাই। দ্বিতীয়ত হচ্ছে—আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারি, সে জন্য দায়িত্ব বণ্টন করে দিচ্ছি।’

এনআইডি সেবা সহজ করতে সেমিনার করা হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক যে সিদ্ধান্ত হয়েছে—মিডিয়ার লোকদের এনআইডি নিয়ে সেমিনারে রাখব। যেসব কর্মকর্তা সহজীকরণের চিন্তাভাবনা করেন, তাদের রাখব। এর বাইরে আমরা সুধীজনকে রাখব। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। এই মাসের মধ্যে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত