নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আমাদের নিজস্ব গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফুট পার ডে)। সেখান থেকে উৎপাদন সক্ষমতা বেড়ে ২ হাজার ৭৫০ এমএমসিএফডি হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত এ সক্ষমতায় গ্যাস উৎপাদন হয়েছে। বর্তমানে দেশের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করা হচ্ছে।’
গতকাল শনিবার রাত থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলায় ৭ নম্বর কূপ থেকে বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৬০০ এমএমসিএফডি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি উৎপাদন করা হচ্ছে। বাকিটা এলএনজি (তরলীকৃত গ্যাস) আমদানি করে ৮৫০ এমএমসিএফডি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আমদানির পরও বর্তমানে গ্যাস সরবরাহে ঘাটতি ৪৫০ এমএমসিএফডি।
দেশে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, আমাদের নিজস্ব গ্যাসের রিজার্ভ কমতে শুরু করেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ এমএমসিএফডি (মিলিয়ন কিউবিক ফুট পার ডে)। সেখান থেকে উৎপাদন সক্ষমতা বেড়ে ২ হাজার ৭৫০ এমএমসিএফডি হয়েছিল। ২০১৮ সাল পর্যন্ত এ সক্ষমতায় গ্যাস উৎপাদন হয়েছে। বর্তমানে দেশের নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করা হচ্ছে।’
গতকাল শনিবার রাত থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলায় ৭ নম্বর কূপ থেকে বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
দেশে বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৬০০ এমএমসিএফডি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে নিজস্ব গ্যাস ফিল্ড থেকে ২ হাজার ৩০০ এমএমসিএফডি উৎপাদন করা হচ্ছে। বাকিটা এলএনজি (তরলীকৃত গ্যাস) আমদানি করে ৮৫০ এমএমসিএফডি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, আমদানির পরও বর্তমানে গ্যাস সরবরাহে ঘাটতি ৪৫০ এমএমসিএফডি।
সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৫ মিনিট আগেপুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে পুলিশের পক্ষ থেকে একাধিক দাবির কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের পুলিশ সদস্যদের নির্ধারিত ৮ কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ভাতা প্রদানের দাবিটি এসেছে...
২ ঘণ্টা আগেমানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
৪ ঘণ্টা আগে‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে