Ajker Patrika

শাহজালাল থেকে উড্ডয়নের পর পরই বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

শাহজালাল থেকে উড্ডয়নের পর পরই বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

উড্ডয়নের পরপরই যাত্রী অসুস্থ হয়ে পড়ায় কানাডার টরেন্টোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ফ্লাইটটি উড্ডয়নের পরপরই একজন যাত্রী অসুস্থ হয়ে পড়লে ভারতের পাটনার আকাশে থাকা অবস্থায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সেই ফ্লাইট ঢাকায় এসে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর ৪টায় কানাডার টরেন্টোর উদ্দেশে ১৮৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। আকাশে ১ ঘণ্টা উড্ডয়নের পরে একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

সেই যাত্রীকে ইন-ফ্লাইটে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে কেবিন ক্রুরা। বিমানের ক্যাপ্টেন ওই যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইট ঘুরিয়ে ঢাকাতে ফিরে আসে। পরে যাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে তার জীবন রক্ষার্থে ক্যাপ্টেন ফ্লাইটকে ডাইভার্ট করে ঢাকায় নিরাপদে অবতরণ করেন। ঢাকা বিমানবন্দর থেকে অসুস্থ যাত্রীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ।

পরে সেই ফ্লাইট সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে টরেন্টোর উদ্দেশে ফের রওনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত