Ajker Patrika

আহতদের সহায়তায় বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচে সমন্বয় সেল গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯: ৪১
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা ও তথ্য সহায়তার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সমন্বয় সেল গঠন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

বার্ন ইনস্টিটিউটে গঠিত সমন্বয় সেলটির অবস্থান ৮১১ নম্বর কক্ষে। যোগাযোগের জন্য হটলাইন নম্বর: ০১৭৬৯৯৯৩৫৫৮। সিএমএইচে গঠিত সেলে যোগাযোগ করা যাবে ০১৮১৫৯১২৬১৭ নম্বরে।

গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশই শিশু। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে অন্তত ৫৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহত ব্যক্তিদের চিকিৎসা ও স্বজনদের তথ্য সহায়তার জন্য এই সমন্বয় সেলগুলো চালু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত