নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২, ইংরেজির ৭০, ইতিহাসের ৩৯, উদ্ভিদবিদ্যার ১৯, কৃষিবিজ্ঞানের ৫, গার্হস্থ্য অর্থনীতির ৬, নার্সারির ১, গণিতের ৫২, দর্শনের ৯৯, পদার্থবিদ্যার ৫১, পালির ১, পরিসংখ্যানের ২, প্রাণিবিদ্যার ৪৮, বাংলার ৩০, ব্যবস্থাপনার ৪৬, ভূগোলের ১৩, মনোবিজ্ঞানের ৭, রসায়নের ৩৬, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯, সমাজকল্যাণের ১১, সমাজবিজ্ঞানের ৫, সংস্কৃতের ৮ ও হিসাবজ্ঞিানের ৬২ জন।
এ ছাড়া টিচার্স ট্রেনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামি আদর্শ) চারজন, টিটিসি (ইংরেজি) তিন, টিটিসি (ইতিহাস) দুই, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) তিন, টিটিসি (গণিত) পাঁচ, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) দুই, টিটিসি (প্রফেসনাল ইথিকস) দুই, টিটিসি (ভূগোল) তিন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) এক, টিটিসি (বিজ্ঞান) এক ও টিটিসি (শিক্ষা) চারজন রয়েছেন।
সর্বশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।
জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাঁদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।
অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২, ইংরেজির ৭০, ইতিহাসের ৩৯, উদ্ভিদবিদ্যার ১৯, কৃষিবিজ্ঞানের ৫, গার্হস্থ্য অর্থনীতির ৬, নার্সারির ১, গণিতের ৫২, দর্শনের ৯৯, পদার্থবিদ্যার ৫১, পালির ১, পরিসংখ্যানের ২, প্রাণিবিদ্যার ৪৮, বাংলার ৩০, ব্যবস্থাপনার ৪৬, ভূগোলের ১৩, মনোবিজ্ঞানের ৭, রসায়নের ৩৬, রাষ্ট্রবিজ্ঞানের ৬৯, সমাজকল্যাণের ১১, সমাজবিজ্ঞানের ৫, সংস্কৃতের ৮ ও হিসাবজ্ঞিানের ৬২ জন।
এ ছাড়া টিচার্স ট্রেনিং কলেজগুলোতে টিটিসি (ইসলামি আদর্শ) চারজন, টিটিসি (ইংরেজি) তিন, টিটিসি (ইতিহাস) দুই, টিটিসি (গাইডেন্স, কাউন্সিলিং) তিন, টিটিসি (গণিত) পাঁচ, টিটিসি (গ্রন্থাগার বিজ্ঞান) দুই, টিটিসি (প্রফেসনাল ইথিকস) দুই, টিটিসি (ভূগোল) তিন, টিটিসি (রাষ্ট্রবিজ্ঞান) এক, টিটিসি (বিজ্ঞান) এক ও টিটিসি (শিক্ষা) চারজন রয়েছেন।
সর্বশেষ ২০২৩ সালে সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে।
জানা যায়, কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। এই ক্যাডারে মোট ১৫ হাজার ৯৫০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি। তাঁদের অধিকাংশই সরকারি কলেজের শিক্ষক। বাকিরা মাউশিসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৩৯ মিনিট আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
৩ ঘণ্টা আগেতিনি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসবকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
৪ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শতাধিক প্রতিনিধিসহ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার আগের কর্তৃত্ববাদী সরকারের বিব্রতকর চর্চা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় বিদেশ সফরে এত বড় প্রতিনিধিদল পাঠ
৪ ঘণ্টা আগে