Ajker Patrika

গণপরিবহনে কিলোতে ভাড়া বাড়ল মহানগরে ৩৫, দূরপাল্লায় ৪০ পয়সা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১: ০৩
গণপরিবহনে কিলোতে ভাড়া বাড়ল মহানগরে ৩৫, দূরপাল্লায় ৪০ পয়সা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ল। জ্বালানি তেলের দামের সঙ্গে বাসভাড়া সমন্বয় করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বাস মালিক সমিতির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, বাস ও মিনিবাসে সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা ও ৮ টাকা। আর আন্তজেলা ও দূর পাল্লার বাস মিনিবাসে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা, চট্টগ্রামসহ মহানগরে বাস ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। সে হিসাবে মহানগরে বাসের ভাড়া বাড়ল ১৬ শতাংশ, আর আন্তজেলা ও দূর পাল্লার বাস মিনিবাসে ভাড়া বাড়ল ২২ শতাংশ।

আগামীকাল রোববার থেকেই এ বর্ধিত ভাড়া কার্যকর হবে।

এর আগে আজ বিকেলে বিআরটিএ ১৫ থেকে ১৭ শতাংশ ভাড়া বাড়ানোর লক্ষ্য নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শুরু করে। তবে পরিবহন মালিকেরা ৪০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেন।

শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিং করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্ব বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা সড়ক পরিবহন মালিকসহ পরিবহন শ্রমিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত