নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার কোনো স্পষ্ট খবর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য আনারের মরদেহের বিষয়ে সর্বশেষ তথ্য আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন। ভারতের পুলিশও কাজ করছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেড বডি পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, যারা খুন করেছেন সবকিছুরই খবর পাওয়া গেছে। তাঁরা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই অবশিষ্ট আছে। তাঁর মরদেহ পাওয়ার নিয়ে প্রচেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, কিছু আমরা পাব।’
মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না—সে বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।’
মরদেহ না পেলে তাঁর আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘সেটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।’
এ বিষয়ে স্পিকারকে আপনার অবহিত করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তাঁরাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে।’
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার কোনো স্পষ্ট খবর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য আনারের মরদেহের বিষয়ে সর্বশেষ তথ্য আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁর মরদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি। আপনারা যেরকম শুনছেন আমরাও সেরকম শুনছি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন। ভারতের পুলিশও কাজ করছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেড বডি পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, যারা খুন করেছেন সবকিছুরই খবর পাওয়া গেছে। তাঁরা যেভাবে খুন করেছেন তাতে ডেড বডিটা উদ্ধার করাই অবশিষ্ট আছে। তাঁর মরদেহ পাওয়ার নিয়ে প্রচেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, কিছু আমরা পাব।’
মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না—সে বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা যারা দেখেছেন, যারা যারা হত্যা করেছেন, তারা তো স্বীকার করেছেন। সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন, আইন মন্ত্রণালয় বলতে পারবে।’
মরদেহ না পেলে তাঁর আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘সেটি স্পিকার জানেন। সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন।’
এ বিষয়ে স্পিকারকে আপনার অবহিত করবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয়। স্পিকারের ওখানে অফিস আছে, তাঁরাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে।’
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে