Ajker Patrika

গণত্রাণ কর্মসূচির অডিট রিপোর্ট প্রকাশ, যা জানালেন সমন্বয়কেরা

ঢাবি প্রতিনিধি
গণত্রাণ কর্মসূচির অডিট রিপোর্ট প্রকাশ, যা জানালেন সমন্বয়কেরা

দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহ করা গণত্রাণ কর্মসূচির পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী গণত্রাণ কর্মসূচিতে মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। ব্যয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। বর্তমানে দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা জমা রয়েছে।  

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। অডিট রিপোর্ট পড়ে শোনার পি কে এফ আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টের পার্টনার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অডিটর গোলাম ফজলুল কবির।  

অডিট বিশ্লেষণ করে দেখা যায়, গণত্রাণ কর্মসূচিতে নগদ প্রাপ্ত ৯ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৭২৫ টাকা, ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া ৭৮ লাখ ৫৭ হাজার ২১৬ টাকা আর মোবাইল ব্যাংকিংয়ে প্রাপ্ত ৯৯ লাখ ৪৪ হাজার ৩৬৯ টাকা। এ ছাড়া মার্কিন ডলার, স্বর্ণ, প্রাইজবন্ড ও অন্যান্য জিনিস বিক্রি বাবদ পাওয়া যায় ৬ লাখ ৬৭ হাজার ১১০ টাকা। সর্বমোট সংগৃহীত ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা।  

ঘোষণা করা ব্যয়ের খাত হিসেবে দেখা যায়, রিলিফ কেনা বাবদ ১ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ১৩০ টাকা, অন্যান্য সংগঠনকে ডোনেশন বাবদ ১২ লাখ ৬ হাজার ৫০০ টাকা, পরিবহন খরচ বাবদ ৪ লাখ ৬৩ হাজার টাকা, ভলান্টিয়ারদের পেছনে খরচ বাবদ ১২ লাখ ৪৩ হাজার ৪৯৭ টাকা, প্যাকেজিং পণ্য কেনা বাবদ ১১ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, অন্যান্য খরচ ৩ হাজার ১২০ টাকা মিলে সর্বমোট খরচ ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। 

বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা।

গোলাম ফজলুল কবির বলেন, ১০ সেপ্টেম্বর অডিটের জন্য আমাদের ডাকা হয়, ২০ দিন সময় নিয়ে অডিট শেষ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা নিয়েছিলেন। পরে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ট্রান্সফার করা ২ লাখ টাকার কয়েন আমাদের হিসাব করতে হয়। স্ক্র‍্যাপ, স্বর্ণ বিক্রি করেও অর্থ পাওয়া যা পরে যোগ হয়। আয়–ব্যয়ের হিসাব স্বচ্ছ করতেই মূলত হিসাব দিতে দেরি হয়েছে। আমরা আয়–ব্যয়ে গরমিল খুঁজে পাইনি যেটা নিয়ে আমরা প্রশ্ন করব। তাঁদের আয়–ব্যয়ের হিসাব স্বচ্ছ ছিল।

এদিকে একই সংবাদ সম্মেলনে সমন্বয়কেরা জানিয়েছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় গত সেপ্টেম্বরে বন্যাকবলিতদের জন্য উত্তোলন করা নগদ অর্থের মধ্যে অবশিষ্ট ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যায় খরচ করার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত