Ajker Patrika

সচিব হলেন ৬ কর্মকর্তা, ৩ সচিবের দপ্তর বদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সচিব হলেন ৬ কর্মকর্তা, ৩ সচিবের দপ্তর বদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদের ছয়জনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া তিনজন সচিবের দপ্তর বদল হয়েছে।  

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান পেয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের দায়িত্ব। 

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শাহনাজ আরেফিনকে করা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব। 

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব। 

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অমিতাভ সরকারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটিও সচিব পদমর্যাদার। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশারফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত