Ajker Patrika

২৮ অক্টোবর বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার চিন্তাও করা হচ্ছে না, পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২১: ০৭
২৮ অক্টোবর বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার চিন্তাও করা হচ্ছে না, পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর বিএনপিসহ সমমনা দলগুলোর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ বেশ উত্তপ্ত। এমন পরিস্থিতিতে আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় ২৮ অক্টোবরের মহাসমাবেশসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। 

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পিটার হাস জানতে চেয়েছেন ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নেই। তাঁরা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবেন। কর্মসূচি যদি তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসকে বলেন, ‘ঢাকায় আসা-যাওয়া বন্ধ করা হবে না। ঢাকায় আসা-যাওয়া সবারই প্রয়োজন। একটা রোগীর ঢাকায় আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছুই ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বিএনপির নেতা-কর্মী আসবে তাঁদের কোনো বাধা দেওয়া হবে না কিংবা সে বিষয়ে কোনো চিন্তাও করা হচ্ছে না।’ 

আসাদুজ্জামান খান বলেন, ‘তাঁদের অনুরোধ করব, ঢাকা শহর একটি যানজটপূর্ণ শহর। এখানে দুই কোটির বেশি মানুষ বাস করে। ঢাকার রাস্তাঘাট মানুষে পরিপূর্ণ থাকে। সেখানে যদি ১০ লাখ বা এর চেয়ে বেশি লোক ঢুকে তাহলে তো একটা সমস্যা তৈরি হবে। সেগুলো যাতে তাঁরা না করে সে বিষয়ে অনুরোধ করা হবে। তাঁরা যাতে কোনো সহিংসতায় লিপ্ত না হয়, চলাচলের জায়গাটি তাঁরা যেন সচল রাখে। এটুকুই অনুরোধ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারা সচেষ্ট থাকবে, যেন ঢাকা অচল না হয়। রাস্তাঘাট সচল রাখতে পুলিশ কাজ করবে। ২৮ তারিখ ঢাকা অচল করতে দেওয়া হবে না।’

একটি দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে এসেছেন। এটি কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই। আমার কথা হলো, তিনি আসছেন তিনি একটি দেশের রাষ্ট্রদূত তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না—সেটা দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত