বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় বাংলাদেশের যাঁরা তাঁদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাঁদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’
ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি জেলা তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে, ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।
বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় বাংলাদেশের যাঁরা তাঁদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাঁদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’
ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি জেলা তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে, ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে