Ajker Patrika

ভারত পাকিস্তান যুদ্ধ /বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে নিরাপদ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের অংশ হিসেবে টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ থেকে ৩১ মে পর্যন্ত পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে। এই পরিবর্তনের ফলে যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পরিবর্তিত ফ্লাইট সূচি:

ঢাকা-টরন্টো ফ্লাইট (বিজি ৩০৫ / ৩০৬)

ঢাকা থেকে প্রস্থানের সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। আগে ০৩: ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যেত, এখন তা ০৩: ০০ মিনিটে ছেড়ে যাবে। তবে টরন্টো থেকে ফ্লাইটের প্রস্থান সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন ফ্লাইট (বিজি ২০১/২০২)

ঢাকা থেকে লন্ডনগামী ফ্লাইটের প্রস্থান সময় ৪০ মিনিট আগানো হয়েছে। আগে ফ্লাইট ছাড়ত ০৭: ৪০ মিনিটে, এখন তা ০৭: ০০ মিনিটে ছাড়বে।

বিশেষত বৃহস্পতিবারের জন্য ঢাকা থেকে লন্ডনগামী ফ্লাইটের প্রস্থান সময় ০৮: ৫০ মিনিটের পরিবর্তে ০৮: ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-রোম ফ্লাইট (বিজি ৩৫৫/৩৫৬)

ঢাকা থেকে রোমগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনে ১১: ৩০ মিনিটের পরিবর্তে এখন ১০: ৪৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। তবে রোম থেকে ফ্লাইটের প্রস্থান সময় অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রীদের প্রতি অনুরোধ করেছে, তারা যেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চেক-ইন কাউন্টারে রিপোর্ট করেন। এ ছাড়া চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের সঠিক তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের সেবায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীরা বিমানের ডিজিটাল প্ল্যাটফর্মেও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত