Ajker Patrika

বাজেটে বরাদ্দ বাড়ার সঙ্গে বৈষম্যও বাড়বে: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ জুন ২০২১, ১৭: ০৪
বাজেটে বরাদ্দ বাড়ার সঙ্গে বৈষম্যও বাড়বে: আনু মুহাম্মদ

ঢাকা: বাজেটে বরাদ্দ বাড়ার সঙ্গে বৈষম্যও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, বাজেটে বরাদ্দ বাড়লেও তা জনস্বার্থে ব্যয় হবে বিষয়টা এমন না। উন্নয়নের নামে এর বড় অংশ কিছু লোকের পকেটে যাবে। এতে বাজেট বরাদ্দের সঙ্গে সমাজে অর্থনৈতিক বৈষম্যও বাড়বে।

আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের তারুণ্যের বাজেট পর্যালোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, বাজেটে টাকা আসবে কোথা থেকে? আয় ধরা হয়েছে জনগণের ওপর করের চাপ বাড়িয়ে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ভ্যাট বসানো হয়েছে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যাঁদের ক্ষমতা আছে, টাকা আছে তাঁদের করপোরেট কর ছাড় দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা খুশি। কালো টাকা, আমি বলছি চোরাই টাকা। তা সাদা করার সুযোগ রাখা হয়েছে।

বাজেটে জনস্বার্থ দেখা হয়নি মন্তব্য করে এই অর্থনীতিবিদ বলেন, সরকারের পক্ষ থেকে জনগণ যে সেবা পাওয়ার কথা, তা মানুষ পাচ্ছে না। ভালো পরিবহন ব্যবস্থা নেই। গ্যাস, পানি, বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে। করোনার এই মহামারির সময় জনগণ সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আনু মুহাম্মদ বলেন, বাজেটে আয় ও ব্যয় খতিয়ে দেখতে হবে। বাজেটে সাধারণ মানুষের মনোযোগ বাড়তে হবে।

বাজেট পর্যালোচনা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব তেমন দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত বাজেট নেই। টিকার অগ্রাধিকার শ্রমিক ও শিক্ষার্থীদের দেওয়া হয়নি। ধনিক শ্রেণিকে সুবিধা দেওয়া হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তারা বঞ্চিত হয়েছেন। করোনায় দারিদ্র্য বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু নতুন করে গরিব হওয়া মানুষের জন্য কিছু রাখা হয়নি।

পরিবেশ প্রতিবেশ রক্ষার প্রতিফলন এই বাজেটে দেখা যায়নি বলে উল্লেখ করেছেন পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বাজেটে পরিবেশ বিষয়ক বরাদ্দ কমেছে। দূষণ পর্যবেক্ষণের কথা বলা হয়েছে, অথচ দূষণ কমানোর উদ্যোগ নেই। গাছ লাগানোর কথা বলা হয়েছে, বনাঞ্চল উদ্ধারের পদক্ষেপ নেই। এই বাজেট গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অবস্থা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া, লেখক ও অ্যাকটিভিস্ট রাখাল রাহা, বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা ফারুক হাসান, রাশেদ খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত