নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী উন্নয়নে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৩১ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে নারী উন্নয়নে বরাদ্দ ছিল ১ লাখ ৯৮ হাজার ৫৮৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ২৯ হাজার ৪৮৪ কোটি টাকায়।
এর আগে, ২০২১-২২ অর্থবছরের নারী উন্নয়ন খাতে পরিচালন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৭৪ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অনুরূপভাবে, ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ৯১ হাজার ৭১৩ কোটি টাকা। যা এ বছর ৯৫ হাজার ৭৪৭ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নারী উন্নয়নে মোট বরাদ্দ জাতীয় বাজেটের ৩৩ দশমিক ৮৪ শতাংশ এবং জিডিপির ৫ দশমিক ১৬ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। নারী উন্নয়ন কার্যক্রম এবং রয়েছে এমন ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে এই জেন্ডার বাজেট প্রতিবেদন তৈরি করা হয়েছে।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হলেও নারী অধিকারকর্মীরা বলছেন, বরাদ্দ বৃদ্ধির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো—বরাদ্দকৃত অর্থটা যথাযথভাবে ব্যয় করা হলো কিনা তা মনিটর করা। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে নারী উন্নয়নে বাজেট বরাদ্দে বৃদ্ধির তথ্য দেওয়া হচ্ছে। দেখা গেল, একটা সেতু বানিয়ে বলা হলো, নারীরাও এখান থেকে চলাচল করবে। প্রকৃতপক্ষে এটা তো আসলে নারী উন্নয়নে ব্যয় হলো না। নারীদের নিরাপত্তা, করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনে কতটা বরাদ্দ হবে এবং ব্যয় হবে সেটা মনিটর করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যথায় বরাদ্দ বৃদ্ধি শব্দটা শুধু কাগজে কলমেই থেকে যাবে।
এই সম্পর্কিত পড়ুন:
নারী উন্নয়নে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৩১ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে নারী উন্নয়নে বরাদ্দ ছিল ১ লাখ ৯৮ হাজার ৫৮৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ২৯ হাজার ৪৮৪ কোটি টাকায়।
এর আগে, ২০২১-২২ অর্থবছরের নারী উন্নয়ন খাতে পরিচালন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৭৪ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অনুরূপভাবে, ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ৯১ হাজার ৭১৩ কোটি টাকা। যা এ বছর ৯৫ হাজার ৭৪৭ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নারী উন্নয়নে মোট বরাদ্দ জাতীয় বাজেটের ৩৩ দশমিক ৮৪ শতাংশ এবং জিডিপির ৫ দশমিক ১৬ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। নারী উন্নয়ন কার্যক্রম এবং রয়েছে এমন ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে এই জেন্ডার বাজেট প্রতিবেদন তৈরি করা হয়েছে।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হলেও নারী অধিকারকর্মীরা বলছেন, বরাদ্দ বৃদ্ধির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো—বরাদ্দকৃত অর্থটা যথাযথভাবে ব্যয় করা হলো কিনা তা মনিটর করা। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে নারী উন্নয়নে বাজেট বরাদ্দে বৃদ্ধির তথ্য দেওয়া হচ্ছে। দেখা গেল, একটা সেতু বানিয়ে বলা হলো, নারীরাও এখান থেকে চলাচল করবে। প্রকৃতপক্ষে এটা তো আসলে নারী উন্নয়নে ব্যয় হলো না। নারীদের নিরাপত্তা, করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনে কতটা বরাদ্দ হবে এবং ব্যয় হবে সেটা মনিটর করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যথায় বরাদ্দ বৃদ্ধি শব্দটা শুধু কাগজে কলমেই থেকে যাবে।
এই সম্পর্কিত পড়ুন:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মব ভায়োলেন্সের শিকার রিকশাচালক আজিজুর রহমান এখন কারাগারে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫ মিনিট আগেজুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া পাঠানোর পর এটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে তা পাঠানো হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। চূড়ান্ত খসড়ায় সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেস্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না। যত বড় প্রভাবশালীই হোক, চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি...
২ ঘণ্টা আগে