নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পদক্ষেপের কারণে গত কয়েক বছর খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
২০১৪ সালে মোটা চালের কেজিপ্রতি গড় খুচরামূল্য ৩৭ দশমিক ০৬ টাকা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৯ সালে তা কমে ২৯ দশমিক ২৯ টাকায় আসে বলে জানানো হয়। ২০২০ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৩৮ দশমিক ৪৪ টাকা ও ৪৩ দশমিক ২৭ টাকা। ২০২২ সালে কেজিপ্রতি মূল্য ৪২ দশমিক ৯৮ টাকা।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই দাবি করে প্রতিবেদনে জানানো হয় ২০২০-২১ অর্থবছরে ৩৭৬ দশমিক ০৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন গমসহ ৩৮৬ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়।
উৎপাদনের পরিমাণ ওই সময়কার খাদ্যশস্যের চাহিদার তুলনায় বেশি ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের প্রাক্কলিত উৎপাদন ৪০১ দশমিক ৩৬ লাখ মেট্রিক টন (চাল ৩৮৯ দশমিক ১০ লাখ মেট্রিক টন ও গম ১২ দশমিক ২৬ মেট্রিক টন)। সদ্য বিদায়ী অর্থবছরে উদ্বৃত্ত উৎপাদন হওয়ার কথা বলা হয় প্রতিবেদনে।
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত সরকারিভাবে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন চাল ও ৫ দশমিক ৪২ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ সময়ে বেসরকারিভাবে ৩ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাল ও ৩৩ দশমিক ৪১ লাখ মেট্রিক টন গমসহ ৩৬ দশমিক ৪৬ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত ওএমএসের আওতায় ৪ দশমিক ৬৩২ লাখ মেট্রিক টন চাল ও ৪ দশমিক ২২ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরে ১ দশমিক ২৮ লাখ মেট্রিক টন চাল ও ২ দশমিক ২৮ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৭ দশমিক ৪২ লাখ মেট্রিক টন।
ইউনিয়ন পর্যায়ে অতিদরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে বলে বৈঠকে জানানো হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২১-২২ অর্থবছরে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার ৩৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লাখ থেকে ৫০ লাখ ১০ হাজার ৫০৯ জনে উন্নীত করা হয়েছে।
বৈঠকে বাজার মনিটরিংয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সবার সহায়তা কামনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং আয়েন উদ্দিন।
সরকারের পদক্ষেপের কারণে গত কয়েক বছর খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
২০১৪ সালে মোটা চালের কেজিপ্রতি গড় খুচরামূল্য ৩৭ দশমিক ০৬ টাকা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৯ সালে তা কমে ২৯ দশমিক ২৯ টাকায় আসে বলে জানানো হয়। ২০২০ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৩৮ দশমিক ৪৪ টাকা ও ৪৩ দশমিক ২৭ টাকা। ২০২২ সালে কেজিপ্রতি মূল্য ৪২ দশমিক ৯৮ টাকা।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই দাবি করে প্রতিবেদনে জানানো হয় ২০২০-২১ অর্থবছরে ৩৭৬ দশমিক ০৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন গমসহ ৩৮৬ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়।
উৎপাদনের পরিমাণ ওই সময়কার খাদ্যশস্যের চাহিদার তুলনায় বেশি ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের প্রাক্কলিত উৎপাদন ৪০১ দশমিক ৩৬ লাখ মেট্রিক টন (চাল ৩৮৯ দশমিক ১০ লাখ মেট্রিক টন ও গম ১২ দশমিক ২৬ মেট্রিক টন)। সদ্য বিদায়ী অর্থবছরে উদ্বৃত্ত উৎপাদন হওয়ার কথা বলা হয় প্রতিবেদনে।
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত সরকারিভাবে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন চাল ও ৫ দশমিক ৪২ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ সময়ে বেসরকারিভাবে ৩ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাল ও ৩৩ দশমিক ৪১ লাখ মেট্রিক টন গমসহ ৩৬ দশমিক ৪৬ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত ওএমএসের আওতায় ৪ দশমিক ৬৩২ লাখ মেট্রিক টন চাল ও ৪ দশমিক ২২ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরে ১ দশমিক ২৮ লাখ মেট্রিক টন চাল ও ২ দশমিক ২৮ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৭ দশমিক ৪২ লাখ মেট্রিক টন।
ইউনিয়ন পর্যায়ে অতিদরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে বলে বৈঠকে জানানো হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২১-২২ অর্থবছরে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার ৩৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লাখ থেকে ৫০ লাখ ১০ হাজার ৫০৯ জনে উন্নীত করা হয়েছে।
বৈঠকে বাজার মনিটরিংয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সবার সহায়তা কামনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং আয়েন উদ্দিন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না...
৪ ঘণ্টা আগেসরকারি অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের কাজ কোথাও শেষ, আবার কোথাও চলমান রয়েছে। এই প্রকল্পের অধীনে কেনা হবে ২০ পদের আসবাব। যেগুলোর মধ্যে রয়েছে কাঠের তৈরি জানালা, মুর্দা বহনের খাটিয়া, কোরআন শরিফ রাখার রেহাল, টেবিল ও চেয়ার। কাঁঠাল বা সেগুন কাঠের তৈরি এসব আসবাব সরবরাহের দরপত্রে অংশ...
৪ ঘণ্টা আগেজাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর...
৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায়।
৮ ঘণ্টা আগে