Ajker Patrika

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৬ জন নিহত হয়েছেন: রোড সেফটি ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এপ্রিলে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৬ জন নিহত হয়েছেন: রোড সেফটি ফাউন্ডেশন

এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এ সময়ে ৪৩১টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৯৭ জন নিহত ও ৭৭৮ জন আহত হয়েছেন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি। 

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪৯ জন নারী ও ৮৮ শিশু রয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে তারা। এ সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩ জন নিখোঁজ হন। ১৬টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। 

প্রতিবেদনে মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে প্রাণহানির সংখ্যা বেড়েছে জানিয়ে বলা হয়, গত মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন নিহত হয়েছেন ১৬ দশমিক ১৯ জন। আর এপ্রিল মাসে গড়ে প্রতিদিন নিহত হয়েছেন ১৬ দশমিক ৫৬ জন। এ হিসেবে এপ্রিল মাসে প্রাণহানি বেড়েছে ২ দশমিক ২৮ শতাংশ। 

মোটরসাইকেল দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ১৯১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ দশমিক ৪৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ৩১ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৯৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭১ জন, অর্থাৎ ১৪ দশমিক ২৮ শতাংশ। 

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫৯টি (৩৬.৮৯ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৬০টি (৩৭.১২ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৭১টি (১৬.৪৭ শতাংশ) গ্রামীণ সড়কে, ৩৮টি (৮.৮১ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৩টি (০.৬৯ শতাংশ) সংঘটিত হয়েছে। এ ছাড়া ৭১টি (১৬.৪৭ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ১৯৫টি (৪৫.২৪ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৯টি (২৫.২৯ শতাংশ) পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ায়, ৩৫টি (৮.১২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করায় এবং ২১টি (৪.৮৭ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে। 

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১২২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রামে সবচেয়ে বেশি ২১টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম রাঙামাটি ও বরগুনা জেলায় ৪টি দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৩টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। 

দুর্ঘটনা রোধে ১০ দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে দক্ষ চালক তৈরি, চালকদের বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট করা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা, ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য আলাদা সার্ভিস রোড তৈরি করা, সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ, রেল ও নৌ-পথ সংস্কার করে সড়ক পথের ওপর চাপ কমানো, টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাধাহীনভাবে বাস্তবায়ন করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত