কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩০ লাখ ডলার সমমূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অনুদান দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য। এতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে। কারণ এসব এলাকায় সাম্প্রতিককালে করোনা সংক্রমণ ভয়াবহরকম বেড়ে যাওয়া চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধ হস্তান্তর এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশকে ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর ও গ্যাস অ্যানালাইজার দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক লাখ পিপিই চিকিৎসাকেন্দ্র, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, প্রথম সাড়া দানকারী ও শুল্ক পরিদর্শকদের মাঝে বিতরণ করেছে।
ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩০ লাখ ডলার সমমূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অনুদান দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য। এতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে। কারণ এসব এলাকায় সাম্প্রতিককালে করোনা সংক্রমণ ভয়াবহরকম বেড়ে যাওয়া চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধ হস্তান্তর এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশকে ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর ও গ্যাস অ্যানালাইজার দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক লাখ পিপিই চিকিৎসাকেন্দ্র, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, প্রথম সাড়া দানকারী ও শুল্ক পরিদর্শকদের মাঝে বিতরণ করেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৪১ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে