নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।
সমাবেশে অংশ নিয়ে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘জনগণ ভোট দিতে যায়নি। বিরোধী দলের পক্ষে জনগণ আছে। খুব দ্রুতই এই নিরব জনগণ সরব হবে। এই সরকারের পতন হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। দেশের মানুষ প্রতারণার নির্বাচন বাতিল চায়। অবিলম্বে নির্বাচন কালীন সরকার প্রতিষ্ঠা করুন, জনগণের দাবি মেনে নিন।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী।
এদিকে আজ রোববার দুপুর ১২টার দিকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ঢাকার নিম্ন আদালতে এ মিছিল করেন আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপিপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা।
আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক আইনজীবী অংশ নেন।
সমাবেশে অংশ নিয়ে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘জনগণ ভোট দিতে যায়নি। বিরোধী দলের পক্ষে জনগণ আছে। খুব দ্রুতই এই নিরব জনগণ সরব হবে। এই সরকারের পতন হবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। দেশের মানুষ প্রতারণার নির্বাচন বাতিল চায়। অবিলম্বে নির্বাচন কালীন সরকার প্রতিষ্ঠা করুন, জনগণের দাবি মেনে নিন।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী।
এদিকে আজ রোববার দুপুর ১২টার দিকে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ঢাকার নিম্ন আদালতে এ মিছিল করেন আইনজীবীরা। ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম খান বাচ্চু, জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স কাউন্সিলের নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে সারা দেশের আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
৬ ঘণ্টা আগেশীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
১৩ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
১৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
১৫ ঘণ্টা আগে