নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা দুঃখজনক বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেছেন, ‘আমার আজকে খুব উষ্মার সঙ্গে বলতে হচ্ছে—আমরা এতবার প্রমাণ করেছি আমরা পারি এবং এরপরেও এই আশঙ্কা প্রকাশ করছেন, তারা যে ভুল প্রমাণিত হয়েছেন, এ জন্য তারা কতটুকু লজ্জিত হবেন? আমার শুধুমাত্র সেই প্রশ্নটা থাকা উচিত।’
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলমান অর্থনৈতিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পরিস্থিতি ভিন্ন সে বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘আমি বারবার বললাম, এটা হলে এই ভুল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আর প্রতিবারই যদি আপনি ভুল প্রমাণিত হন তাহলেতো আপনার লজ্জা পাওয়া উচিত।’
আহমদ কায়কাউস বলেন, ‘দুঃখ বলতে পারেন। আজকে প্রায় এক যুগ আগে থেকে বাংলাদেশে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে হায় হায় একটা রব তৈরি করা।’
আহমদ কায়কাউস আরও বলেন, ‘যারা আজকে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করছেন—এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বহু দূরে আছে। বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার মতো লজ্জাকর বিষয় আর কিছুই হতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিচার বিশ্লেষণ করে নিয়েছেন বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য উনি (প্রধানমন্ত্রী) আজকে তিন ঘণ্টা সময় ব্যয় করেছেন। প্রতিটি তথ্য উপাত্ত উনি নিজে বিশ্লেষণ করেছেন।’
আহমদ কায়কাউস বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আগেও বলেছি বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সুযোগ নেই। কিন্তু তিনি নিজে প্রতিটি তথ্য-উপাত্ত ঘেঁটে নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ, ঠিকই বলেছো। তার আগে কিন্তু বলেননি। এটিই আমাদের প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য।’
ব্রিফিংয়ে আরও কথা বলেন-অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা দুঃখজনক বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেছেন, ‘আমার আজকে খুব উষ্মার সঙ্গে বলতে হচ্ছে—আমরা এতবার প্রমাণ করেছি আমরা পারি এবং এরপরেও এই আশঙ্কা প্রকাশ করছেন, তারা যে ভুল প্রমাণিত হয়েছেন, এ জন্য তারা কতটুকু লজ্জিত হবেন? আমার শুধুমাত্র সেই প্রশ্নটা থাকা উচিত।’
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলমান অর্থনৈতিক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার পরিস্থিতি ভিন্ন সে বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘আমি বারবার বললাম, এটা হলে এই ভুল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আর প্রতিবারই যদি আপনি ভুল প্রমাণিত হন তাহলেতো আপনার লজ্জা পাওয়া উচিত।’
আহমদ কায়কাউস বলেন, ‘দুঃখ বলতে পারেন। আজকে প্রায় এক যুগ আগে থেকে বাংলাদেশে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে হায় হায় একটা রব তৈরি করা।’
আহমদ কায়কাউস আরও বলেন, ‘যারা আজকে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করছেন—এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বহু দূরে আছে। বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করার মতো লজ্জাকর বিষয় আর কিছুই হতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিচার বিশ্লেষণ করে নিয়েছেন বলে জানান মুখ্য সচিব। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার জন্য উনি (প্রধানমন্ত্রী) আজকে তিন ঘণ্টা সময় ব্যয় করেছেন। প্রতিটি তথ্য উপাত্ত উনি নিজে বিশ্লেষণ করেছেন।’
আহমদ কায়কাউস বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আগেও বলেছি বাংলাদেশের শ্রীলঙ্কা হওয়ার সুযোগ নেই। কিন্তু তিনি নিজে প্রতিটি তথ্য-উপাত্ত ঘেঁটে নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ, ঠিকই বলেছো। তার আগে কিন্তু বলেননি। এটিই আমাদের প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্য।’
ব্রিফিংয়ে আরও কথা বলেন-অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
এশিয়ার পাঁচটি দেশে সফরের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকায় আসার কথা ছিল। পরদিন প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল।
১৬ মিনিট আগেএ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ রায় দেন।
৩৯ মিনিট আগেবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন।
১ ঘণ্টা আগেগ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানি লন্ডারিং আইনের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে গতকাল বুধবার মাদারগঞ্জ থানায় মামলা
২ ঘণ্টা আগে