নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বস্তিতে কোভিড টিকা দেওয়ার শুরু করছে সরকার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে টিকা দান কর্মসূচি শুরু হবে। এ বস্তিতে প্রায় ৩ লাখ লোকের বাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতেও টিকা দান শুরু হবে।
আজ সোমবার বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন তাঁদের সবাইকে টিকার আওতায় আনা হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে মহাখালী কড়াইল বস্তিতে করোনা টিকা দান কর্মসূচি শুরু হবে। এখানে প্রায় ৩ লাখ লোকের বসবাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতে টিকা প্রদান করা হবে।
বস্তিবাসীর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন করে বস্তিতে টিকা দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেননি, সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবেন।
মন্ত্রী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হারটা সিঙ্গেল ডিজিটে আছে। আমরা চাই এটা শূন্যে নেমে আসুক। সকলে মিলে চেষ্টা করলে শূন্যে নামিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএস এআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন ইস্টিবস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বিসিপিএসের প্রধান দীন মোহাম্মদ।
বস্তিতে কোভিড টিকা দেওয়ার শুরু করছে সরকার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে টিকা দান কর্মসূচি শুরু হবে। এ বস্তিতে প্রায় ৩ লাখ লোকের বাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতেও টিকা দান শুরু হবে।
আজ সোমবার বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন তাঁদের সবাইকে টিকার আওতায় আনা হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে মহাখালী কড়াইল বস্তিতে করোনা টিকা দান কর্মসূচি শুরু হবে। এখানে প্রায় ৩ লাখ লোকের বসবাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতে টিকা প্রদান করা হবে।
বস্তিবাসীর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন করে বস্তিতে টিকা দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেননি, সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবেন।
মন্ত্রী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হারটা সিঙ্গেল ডিজিটে আছে। আমরা চাই এটা শূন্যে নেমে আসুক। সকলে মিলে চেষ্টা করলে শূন্যে নামিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএস এআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন ইস্টিবস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বিসিপিএসের প্রধান দীন মোহাম্মদ।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৬ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
২৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে