Ajker Patrika

উপসহকারী পরিচালক পদে ১৪৪ জনকে নিয়োগ দিল দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপসহকারী পরিচালক পদে ১৪৪ জনকে নিয়োগ দিল দুদক

উপসহকারী পরিচালক পদে ১৪৪ জনকে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। পরে আদেশের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা শফিউল্লাহ আদনান গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিল সকাল ৯টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়, উপ-সহকারী পরিচালক পদে যোগদানকারী নবনিযুক্ত কর্মকর্তাদের বিয়াম ফাউন্ডেশনে ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত