Ajker Patrika

নতুন দলের নিবন্ধন: বিএসপি নামেই ৩ দল, পুনঃতদন্ত ও আপত্তি জানিয়েছে দুই বিএসপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২১: ৫৭
নতুন দলের নিবন্ধন: বিএসপি নামেই ৩ দল, পুনঃতদন্ত ও আপত্তি জানিয়েছে দুই বিএসপি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দুটি দলকে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ইসি। এতে কারও কোনো আপত্তি না থাকলে নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আর বিএসপি নাম নিয়ে ইসিতে আপত্তি জানিয়েছে নিবন্ধন দৌড় থেকে বাদ পড়া বাংলাদেশ শ্রমজীবী পার্টি (বিএসপি)। এ ছাড়া আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে আবেদন করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

গতকাল মঙ্গলবার ইসিতে দেওয়া বাংলাদেশ শ্রমজীবী পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আব্দুল কাদের জিলানী চিঠিতে জানান, ‘২০১৭ সালের ৬ জুলাই প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলের সংক্ষিপ্ত নাম বিএসপি। ১৬ জুলাই মিডিয়ার মাধ্যমে জানতে পারি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির নিবন্ধন চূড়ান্ত করা হয়েছে। দুই দলের সংক্ষিপ্ত নাম একই হওয়ায় একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক রূপ ধারণ করেছে। বিএসপির নাম আমাদের দলে অগ্রাধিকার, কারণ সাত বছর যাবৎ আমরাই এই বিএসপি নামটি সুপরিচিতি করেছি। বাংলাদেশ শ্রমজীবী বিএসপি নামটি আমাদেরকেই দেওয়া হোক।’ 

এদিকে নিবন্ধন-সংক্রান্ত বিষয়ে পুনঃতদন্ত ও পুনর্বিবেচনা করতে প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। আজ বুধবার ইসিতে দলের সভাপতি সুশান্ত চন্দ্র বর্মণ (শান্ত) স্বাক্ষরিত একটি চিঠি এমন দাবি করে দলটি। 

সিইসির কাছে দেওয়া আরেকটি চিঠিতে দলটি জানায়, ‘১৬ জুলাই নিবন্ধন না পাওয়া ১০ দলের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। যা মিডিয়ার মাধ্যমে আমাদের চোখে পড়ে। আমাদের অনুমতি ছাড়াই ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।’ 

এদিকে ইসির নিবন্ধন পেতে যাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিরুদ্ধে ইসিতে লিখিত অভিযোগ জমা দেবেন দলটির চেয়ারম্যানের ভাই সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভান্ডারী। বৃহস্পতিবার বেলা ১১টায় ইসিতে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বিষয় তুলে ধরবেন তিনি। এই বিষয়ে জানতে সৈয়দ সহিদউদ্দিন আহমেদ মাইজভান্ডারির প্রতিনিধি সৈয়দ শাহাদাত হোসেন সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘একটু ধৈর্য ধরুন। কালকে তিনি নিজেই নির্বাচন কমিশনে গিয়ে আপনাদের কাছে সবকিছু পরিষ্কার করে বলবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত