Ajker Patrika

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১১: ২৬
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে স্টেশনের কাউন্টারে এবং অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। আজ আগামী ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ঢাকার পাঁচটি স্টেশন থেকে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 

এদিকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই যাত্রীর ঢল নেমেছে কমলাপুরে। যাত্রীরা কেউ ভোররাত বা কেউ তার আগে থেকেই স্টেশনে এসে বসে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের লাইন আরও দীর্ঘ হচ্ছে। 

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরোনো রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদে ছয়টি বিশেষ ট্রেন চলবে। বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না। 

কমলাপুরে অগ্রিম টিকিট কাটতে আসা জানে আলম নামের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সাহরি খেয়েই কমলাপুরে চলে আসি। এসে দেখি তখনো অনেক মানুষ আগে থেকে লাইন দিয়ে আছে টিকিট কাটার জন্য। আমি ২৭ তারিখের টিকিট কাটার জন্য এসেছি। কিন্তু যে পরিমাণ মানুষ, টিকিট পাব কি না, সেটা বুঝতে পারছি না। এদিকে অনলাইনেও টিকিট শেষ।’ 

তবে এবার স্টেশনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি বা জন্ম সনদের ফটোকপি দেখাতে হচ্ছে। একজন যাত্রী চারজনের টিকিট কাটতে পারছেন। 

সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিটের তুলনায় যাত্রী অনেক বেশি। সবাই টিকিট পাবেন না এটাই স্বাভাবিক। তা ছাড়া টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। তবে কষ্ট করে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারাই টিকিট পাবেন। আজ ২৭ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। কাল ২৮ তারিখের অগ্রিম টিকিট দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত