Ajker Patrika

অধিকার রক্ষায় সংগঠনের ঘোষণা দুদক কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪২
অধিকার রক্ষায় সংগঠনের ঘোষণা দুদক কর্মকর্তাদের

নিজেদের অধিকার রক্ষার জন্য সংগঠনের নাম ঘোষণা করেছেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। প্ল্যাটফর্মের নাম হবে ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন’। আজ রোববার সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে। 

প্রাথমিকভাবে ১২১ জনকে কমিটির সদস্য করা হয়েছে। তবে কারা নেতৃত্বে থাকছেন, সে বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাইছেন না তাঁরা। কমিশনের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের অধিকার আদায়ের জন্যই এক ছাতার নিচে আসতে চাই সবাই।’ 

এদিকে রোববার সকালে সংগঠনের সদস্যরা দুদকের সচিব মাহবুব হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুদকের কর্মকর্তা-কর্মচারী আইন ৫৪ (২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। 

কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ৫৪ (২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে, সেটি প্রত্যাহারের মাধ্যমেই বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। 

দুদক সচিব তাঁদের আবেদনের বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’ 

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের পক্ষ থেকে সচিবকে উল্লিখিত আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান। 

দুদকের আরেক কর্মকর্তা জানান, গঠিত হওয়া সংগঠনে ১২১ জনকে সদস্য করা হয়েছে। শরীফের চাকরি হারানোর ইস্যুসহ দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যাণে সংগঠনটি কাজ করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত