আজকের পত্রিকা ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনা সরকারের কমিটমেন্ট এবং সেটা করা হবে বলে জানিয়েছে সরকার। ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির বিষয়টি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘এ চুক্তির কিছু আইনি দিক রয়েছে। সেগুলো পূরণ করে একজন ফেরত চাইতে পারেন। সে প্রক্রিয়াগুলো সরকার পূরণ করছে। তারপর আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ফেরত চাইব।’
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
ভারতের সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক চায় জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার সুফল ভোগ করেন। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে। সেটা আমাদের ফোকাস।’
ভারতের পররাষ্ট্রসচিব সংক্ষিপ্ত সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। তাঁর সঙ্গে হতে যাওয়া বৈঠকে সরকারের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সংস্কৃতিগত যোগাযোগ রয়েছে। অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে, প্রতিটি বিষয়ে আলোচনা হবে। প্রতিটি বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
ভারতের সঙ্গে করা ‘অসম’ চুক্তির বিষয়ে দেশটির পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হবে কি না, এমন প্রশ্নে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সঙ্গে আগামীতে কী ধরনের সম্পর্ক হবে, তা ভবিষ্যৎ বলতে পারে। তবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়া অসম যে চুক্তিগুলো রয়েছে, তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই আলোচনা হবে। এটা সামনে বোঝা যাবে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে দাবি করে কিছুদিন ধরে ভারতীয় গণমাধ্যমে নানা সংবাদ প্রচার করা হচ্ছে, যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে। মানুষের কথা শুনে নয়, ভারতীয় সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ সংগ্রহ করতে আমন্ত্রণ জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। বিশ্বাস করি, তাঁরা এখানে এলে ভারতের টিভি ও গণমাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, তা অনেকাংশে দূরীভূত হবে।’
নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল শনিবার নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী বছর নির্বাচিত সরকার পেতে পারে দেশবাসী।’ তবে এটি তাঁর ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনবিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে ঘোষণা আসবে।
মেটার কর্মকর্তার বৈঠক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার মানবাধিকার নীতিবিষয়ক পরিচালক মিরান্ডা সিসনস আজ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘মেটার হয়ে এখানে তৃতীয় পক্ষ কাজ করে। ভুয়া খবর, অপতথ্য, ভুল তথ্য যাঁরা ডিটেক্ট করেন, তাঁরা মেটাকে অ্যালার্ট করবেন। অবশ্যই মেটা তা দেখবে। কারণ, এখানে তাদের ব্যবসা রয়েছে। আমরা চাচ্ছি, যেগুলো মিথ্যা, অপতথ্য—সেগুলো যেন সরিয়ে ফেলা হয়।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনা সরকারের কমিটমেন্ট এবং সেটা করা হবে বলে জানিয়েছে সরকার। ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির বিষয়টি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘এ চুক্তির কিছু আইনি দিক রয়েছে। সেগুলো পূরণ করে একজন ফেরত চাইতে পারেন। সে প্রক্রিয়াগুলো সরকার পূরণ করছে। তারপর আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ফেরত চাইব।’
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
ভারতের সঙ্গে বাংলাদেশ ভালো সম্পর্ক চায় জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার সুফল ভোগ করেন। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে। সেটা আমাদের ফোকাস।’
ভারতের পররাষ্ট্রসচিব সংক্ষিপ্ত সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন। তাঁর সঙ্গে হতে যাওয়া বৈঠকে সরকারের অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সংস্কৃতিগত যোগাযোগ রয়েছে। অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় রয়েছে, প্রতিটি বিষয়ে আলোচনা হবে। প্রতিটি বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
ভারতের সঙ্গে করা ‘অসম’ চুক্তির বিষয়ে দেশটির পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হবে কি না, এমন প্রশ্নে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ভারতের সঙ্গে আগামীতে কী ধরনের সম্পর্ক হবে, তা ভবিষ্যৎ বলতে পারে। তবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়া অসম যে চুক্তিগুলো রয়েছে, তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই আলোচনা হবে। এটা সামনে বোঝা যাবে।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে দাবি করে কিছুদিন ধরে ভারতীয় গণমাধ্যমে নানা সংবাদ প্রচার করা হচ্ছে, যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে। মানুষের কথা শুনে নয়, ভারতীয় সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ সংগ্রহ করতে আমন্ত্রণ জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। বিশ্বাস করি, তাঁরা এখানে এলে ভারতের টিভি ও গণমাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, তা অনেকাংশে দূরীভূত হবে।’
নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত বলে জানান অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল শনিবার নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী বছর নির্বাচিত সরকার পেতে পারে দেশবাসী।’ তবে এটি তাঁর ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনবিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে ঘোষণা আসবে।
মেটার কর্মকর্তার বৈঠক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার মানবাধিকার নীতিবিষয়ক পরিচালক মিরান্ডা সিসনস আজ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘মেটার হয়ে এখানে তৃতীয় পক্ষ কাজ করে। ভুয়া খবর, অপতথ্য, ভুল তথ্য যাঁরা ডিটেক্ট করেন, তাঁরা মেটাকে অ্যালার্ট করবেন। অবশ্যই মেটা তা দেখবে। কারণ, এখানে তাদের ব্যবসা রয়েছে। আমরা চাচ্ছি, যেগুলো মিথ্যা, অপতথ্য—সেগুলো যেন সরিয়ে ফেলা হয়।’
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বহুল আলোচিত বৈঠক শুরু হয়েছে। আজ রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে আলোচনা করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
৫ মিনিট আগেজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ কাটছেই না। সংসদ নির্বাচনের আগে নাকি পরে সনদের বাস্তবায়ন—এ নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তি এখনো স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটের আগেই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চায়। জামায়াতে ইসলামীর অবস্থানও সেটাই। অপর দিকে বিএনপিসহ সমমনাদের অবস্থান...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল শনিবার ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।
১২ ঘণ্টা আগেসন্ধ্যা নামার আগে আগে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানঘাটের বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে। শেষবারের মতো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন সহকর্মী ও সহযোদ্ধারা। নীরবে দাঁড়িয়ে বারবার চোখ মুছছিলেন স্ত্রী-কন্যা ও স্বজনেরা।
১৪ ঘণ্টা আগে