বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মেশিনের সহায়তায় ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র সংসদের এই দুই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
হাতে গণনার কারণে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করতে তিন দিন লেগেছে। রাকসু ও চাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ কী বলেছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেশিনে ভোট গুনলে সময় লাগে না।
তারা নিজেদের ক্ষেত্রে আলোচনা করেছে, যাতে মেশিনে গণনা করা হয়।
ডাকসু ও জাকসু নির্বাচনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে এটা কীভাবে প্রয়োগ করতে পারব, এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। তাঁরা খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। এগুলো ভবিষ্যতে কাজে লাগানো যাবে।
নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুটি বিশ্বিবদ্যালয়ের নির্বাচন ভালোভাবে সম্পন্ন হওয়ায় সামনের নির্বাচনগুলো কীভাবে করতে হবে, ছোটখাটো কিছু ভুলত্রুটি থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, আগামীতে কীভাবে সংশোধন করা যায়—এসব বিষয় নিয়ে মূল আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্বেগ জানায়নি। নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাকসু ও চাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা হচ্ছে, ভালোভাবে নির্বাচন দুটি আমরা সম্পন্ন করতে পারব।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন একটা জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সামনে আরও দুটো নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা নেওয়া, উত্তম চর্চা, কোনগুলো কাজ করেছে, কোনগুলো কাজ করেনি, এ বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাঁরা ছিলেন তাঁরা এসে বলেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান থাকায় অল্প সময়ের নোটিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন আসতে পারেননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মেশিনের সহায়তায় ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র সংসদের এই দুই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
হাতে গণনার কারণে জাকসু নির্বাচনের ফল প্রকাশ করতে তিন দিন লেগেছে। রাকসু ও চাকসু নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ কী বলেছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেশিনে ভোট গুনলে সময় লাগে না।
তারা নিজেদের ক্ষেত্রে আলোচনা করেছে, যাতে মেশিনে গণনা করা হয়।
ডাকসু ও জাকসু নির্বাচনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচনগুলো দেখে কিছু কিছু অভিজ্ঞতা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে এটা কীভাবে প্রয়োগ করতে পারব, এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। তাঁরা খুব ভালো ভালো পরামর্শ দিয়েছেন। এগুলো ভবিষ্যতে কাজে লাগানো যাবে।
নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুটি বিশ্বিবদ্যালয়ের নির্বাচন ভালোভাবে সম্পন্ন হওয়ায় সামনের নির্বাচনগুলো কীভাবে করতে হবে, ছোটখাটো কিছু ভুলত্রুটি থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, আগামীতে কীভাবে সংশোধন করা যায়—এসব বিষয় নিয়ে মূল আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্বেগ জানায়নি। নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য সাংবাদিকদেরও সহায়তা কামনা করেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাকসু ও চাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আশা করা হচ্ছে, ভালোভাবে নির্বাচন দুটি আমরা সম্পন্ন করতে পারব।’
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, যে কারণেই হোক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন একটা জাতীয় আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। সামনে আরও দুটো নির্বাচন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা নেওয়া, উত্তম চর্চা, কোনগুলো কাজ করেছে, কোনগুলো কাজ করেনি, এ বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাঁরা ছিলেন তাঁরা এসে বলেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান থাকায় অল্প সময়ের নোটিশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন আসতে পারেননি।
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেটির বৈধতা দিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার মতামত তাঁদের। বিএনপি বলছে, গণভোট হতে পারে; তবে তা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের পর। কিন্তু জায়ামাতে ইসলামী ও জাতীয়...
২ ঘণ্টা আগেজীবাশ্ম জ্বালানির ব্যবহারে জলবায়ু পরিবর্তন, এল নিনোর প্রভাবে বিপর্যস্ত আবহাওয়া। এই পরিস্থিতিতে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) পানিসম্পদ নিয়ে নতুন তথ্য হাজির করেছে। সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে পানিচক্র অস্থিতিশীল এবং ভয়ংকর রূপ নিয়েছে। এতে করে বড় পরিবর্তন এসেছে বন্যা ও খরায়।
৩ ঘণ্টা আগেনির্বাচনের দায়িত্বে অবহেলার জন্য নির্বাচনী কর্মকর্তাদের জেল-জরিমানার পরিমাণ বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী, দায়িত্বে অবহেলাকারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে নিয়োগকারী কর্তৃপক্ষ গড়িমসি করলে তাদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার জন্য আন্তর্জাতিক মানের একটি নতুন বাহিনী গঠনের পথে হাঁটছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) নামে নতুন এই বাহিনী গঠনের বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে