Ajker Patrika

এবারও কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারও কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চলবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গতবারের মতো এবারও কোরবানির পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেনে কোরবানির গরু, মহিষ, ছাগল ও ভেড়া পরিবহন করা হবে। 

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী পশু পরিবহনে ট্রেন চালুর বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, কোরবানির পশু পরিবহনে আমরা প্রস্তুতি নিয়েছি। তবে করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটা একটা বিষয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে সরকার চাইলে ট্রেন চলবে। আমরা আশা করছি, ক্যাটল স্পেশাল ট্রেন চলবে। 

পশু পরিবহনে বিশেষ এই ট্রেনে দেশের বিভিন্ন স্টেশন যেমন, দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দাহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ স্টেশন থেকে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিতে পারবেন। 

জানা গেছে, কোরবানি ঈদের দুতিন দিন আগে থেকে ক্যাটেল স্পেশাল ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হবে। পশু পরিবহন করার জন্য দুটি রেক প্রস্তুত করা হয়েছে। একটি ওয়াগনে ১৬টি গরু পরিবহন করা যাবে। প্রতিটি ট্রেনে ২৪টি করে ওয়াগন থাকবে। 

এর আগে করোনা পরিস্থিতিতে কৃষি পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত