নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জমি কেনাবেচায় পাওয়ার অব অ্যাটর্নি করার ক্ষমতা বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে আবেদন করলে শুধু তাদের এটা দেওয়া হবে বলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ‘পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এই পাওয়ার অব অ্যাটর্নির মিসইউজ করা হচ্ছে। আমি স্ট্রেট বলে দিয়েছি, যারা প্রবাসে থাকে, তাদের অ্যাম্বাসির মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি এলিজেবল। যারা দেশে আছে তারা নো মোর পাওয়ার অ্যাটর্নি। এটা আমরা একেবারে বন্ধ করে দেব। কারণ, যতই জায়গার দাম বাড়ছে লোভ-লালসাও বাড়ছে।’
ভূমির নামজারি ডিজিটালাইজড করার বিষয়ে সরকার শতভাগের কাছাকাছি সফলতা পেয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ডিজিটালাইজেশনে অনেকটা সাকসেসফুল হয়েছি। আমি বলতে পারি, নামজারি শতভাগ না হলেও শতভাগের কাছাকাছি আমরা অনলাইনে চলে গিয়েছি।’
মন্ত্রী বলেন ‘আমরা একটি কাটঅফ টাইম দিয়েছিলাম ম্যানুয়াল পদ্ধতিতে আর কোনো মিউটেশন হবে না। আমরা এটাতে সাকসেসফুল। এলডি ট্যাক্স আমরা অনলাইনেও শুরু করেছি, পাশাপাশি ম্যানুয়ালিও চালাচ্ছি। কারণ, আমাদের অনেক ডেটা এখনো এন্ট্রি হয়নি। সব ডেটা যখন এন্ট্রি হয়ে যাবে সেখানেও আমরা কাটঅফ টাইম করে ফেলব যে, আজ থেকে ম্যানুয়ালি কোনো ভূমি উন্নয়ন ট্যাক্স নেওয়া হবে না। ভূমি উন্নয়ন কর নেওয়া নিয়েও কিন্তু মাঠপর্যায়ে অনেক হয়রানি আছে। আমরা এটাকে আশা করি, এ বছরের মধ্যে যদি ডেটা এন্ট্রি শেষ হয়ে যায় তাহলে আমরা এ বছরের শেষের দিকে ম্যানুয়ালি এলডি ট্যাক্স সম্পূর্ণ বন্ধ করে দেব।’
বাংলাদেশ ডিজিটাল সার্ভেই সবশেষ সার্ভে হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘বিডিএস হবে সবশেষ সার্ভে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে। বরগুনা, পটুয়াখালীতে যেহেতু এখনো শুরু হয়নি, সেখানে আমরা শুরু করব। এটা পাইলট হিসেবে আমরা নিচ্ছি। ড্রোনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ইমেজ নিয়ে আমরা করব। এটাতে সাকসেসফুল হলে আমরা রেপ্লিকা করব সারা দেশে।
জেলা প্রশাসক (ডিসি) সম্পর্কিত আরও পড়ুন:
জমি কেনাবেচায় পাওয়ার অব অ্যাটর্নি করার ক্ষমতা বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে আবেদন করলে শুধু তাদের এটা দেওয়া হবে বলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, ‘পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এই পাওয়ার অব অ্যাটর্নির মিসইউজ করা হচ্ছে। আমি স্ট্রেট বলে দিয়েছি, যারা প্রবাসে থাকে, তাদের অ্যাম্বাসির মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি এলিজেবল। যারা দেশে আছে তারা নো মোর পাওয়ার অ্যাটর্নি। এটা আমরা একেবারে বন্ধ করে দেব। কারণ, যতই জায়গার দাম বাড়ছে লোভ-লালসাও বাড়ছে।’
ভূমির নামজারি ডিজিটালাইজড করার বিষয়ে সরকার শতভাগের কাছাকাছি সফলতা পেয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ডিজিটালাইজেশনে অনেকটা সাকসেসফুল হয়েছি। আমি বলতে পারি, নামজারি শতভাগ না হলেও শতভাগের কাছাকাছি আমরা অনলাইনে চলে গিয়েছি।’
মন্ত্রী বলেন ‘আমরা একটি কাটঅফ টাইম দিয়েছিলাম ম্যানুয়াল পদ্ধতিতে আর কোনো মিউটেশন হবে না। আমরা এটাতে সাকসেসফুল। এলডি ট্যাক্স আমরা অনলাইনেও শুরু করেছি, পাশাপাশি ম্যানুয়ালিও চালাচ্ছি। কারণ, আমাদের অনেক ডেটা এখনো এন্ট্রি হয়নি। সব ডেটা যখন এন্ট্রি হয়ে যাবে সেখানেও আমরা কাটঅফ টাইম করে ফেলব যে, আজ থেকে ম্যানুয়ালি কোনো ভূমি উন্নয়ন ট্যাক্স নেওয়া হবে না। ভূমি উন্নয়ন কর নেওয়া নিয়েও কিন্তু মাঠপর্যায়ে অনেক হয়রানি আছে। আমরা এটাকে আশা করি, এ বছরের মধ্যে যদি ডেটা এন্ট্রি শেষ হয়ে যায় তাহলে আমরা এ বছরের শেষের দিকে ম্যানুয়ালি এলডি ট্যাক্স সম্পূর্ণ বন্ধ করে দেব।’
বাংলাদেশ ডিজিটাল সার্ভেই সবশেষ সার্ভে হবে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘বিডিএস হবে সবশেষ সার্ভে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে। বরগুনা, পটুয়াখালীতে যেহেতু এখনো শুরু হয়নি, সেখানে আমরা শুরু করব। এটা পাইলট হিসেবে আমরা নিচ্ছি। ড্রোনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে ইমেজ নিয়ে আমরা করব। এটাতে সাকসেসফুল হলে আমরা রেপ্লিকা করব সারা দেশে।
জেলা প্রশাসক (ডিসি) সম্পর্কিত আরও পড়ুন:
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৯ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৯ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
১০ ঘণ্টা আগে