Ajker Patrika

পুলিশের নতুন আইজি হতে পারেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৮: ২২
পুলিশের নতুন আইজি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত। ছবি: সংগৃহীত
পুলিশের নতুন আইজি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তন আসছে। নতুন আইজিপি হিসেবে বাহারুল আলমের নাম শোনা যাচ্ছে। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হতে পারেন শেখ সাজ্জাদ আলী।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোনো প্রজ্ঞাপন হয়নি।’

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত