Ajker Patrika

১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল, সেটি নিয়ে কমিশন কিছু বলছে না: সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। ছবি: সংগৃহীত
সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। ছবি: সংগৃহীত

১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। যদি তাই হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। কিন্তু তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা পুলিশ সংস্কার কমিশনকে ব্যর্থ উল্লেখ করে বলেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে, অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা দরকার যদি এই কথা বলা হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। এই পুলিশ কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন নিয়ে কিছু বলে না, গন্ডগোল কিন্তু ওইখানেও আছে।

পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় বক্তা ও অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় বক্তা ও অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সাবেক আইজিপি আরও বলেন, ‘পুলিশ সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে জরুরি। তা না থাকলে পুলিশ কীভাবে জনকল্যাণে কাজ করবে? যাদের জন্য আমরা আজ কথা বলতে পারছি, ভবিষ্যতে তা পারব কি না তার কোনো গ্যারান্টি নেই।’

নুরুল হুদা বলেন, ‘বর্তমানে পুলিশের অনেক কর্মকর্তাই দুর্নীতিতে নিমজ্জিত। তিন মাসেই বাড়ি-গাড়ির মালিক হয়ে যাচ্ছেন। এক আইজিপি একবার বলেছিলেন, ‘‘ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো’’। এখনকার পুলিশ কর্মকর্তারা এ কথায় বিশ্বাস করেন না।’

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এতে উপস্থাপনা করেন। আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির মঞ্জু, কর্মকমিশনের সদস্য অধ্যাপক সায়মা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, খেলোয়াড় ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি গোলাম রসুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত