নিজস্ব প্রতিবেদক, ঢাকা এবং নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধি
শরৎ শেষে আসছে হেমন্ত। ঋতুর পালাবদলে এরপরই আসবে শীত। তবে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী ও পঞ্চগড়ে আগমনী বার্তা দিচ্ছে শীত। ক্রমেই তাপমাত্রা কমছে এ দুটি জেলায়। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, ভোরবেলায় কেটে যাচ্ছে সেই কুয়াশা। আর এ সময়ে মানুষজন শীত নিবারণের জন্য হালকা কাঁথা, কম্বল গায়ে জড়িয়ে নিচ্ছে।
সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৷ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে বইছে শীতের হিম বাতাস। গত কয়দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে গোটা উপজেলা জুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। গত কয়েক দিনে ধরেই এ উপজেলায় তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রির ঘরে উঠানামা করছে।
রোকনুজ্জামান বলেন, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে হালকা হিমেল হাওয়া ও কুয়াশা বইতে শুরু হলেও অক্টোবর মাসে তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে নভেম্বর মাসের শুরু বা মাঝামাঝিতে তাপমাত্রা আরও নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে। হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দেশের অন্যান্য জেলার তুলনায় শীত মৌসুম সর্বপ্রথম শীতের আগমন ঘটে এবং দীর্ঘদিন থাকে এবং মৌসুমের শেষে বিদায় নেয় ৷
নীলফামারী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে ২৪ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যা এক সপ্তাহে আগেও ২৮ ডিগ্রির ওপরে ছিল। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, আগামী রোববার পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। অক্টোবরের শেষের দিকে শীতের তীব্রতা দেখা দিতে পারে। পাশাপাশি সকাল বেলায় কুয়াশার স্থায়ীকাল বেড়ে যাবে। বর্তমানে দিনে গরম থাকলেও রাতে শীত বাড়তে থাকবে।
নীলফামারীর ডিমলার কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, দুই দিন ধরে শেষ রাতে ঠান্ডা লাগে। এ জন্য হালকা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তা ছাড়া ভোরবেলায় কুয়াশা পড়ছে। তবে সূর্য ওঠার পরপরই কেটে যাচ্ছে কুয়াশা। দিনের বেলায় গরমের তীব্রতা আগের মতোই রয়েছে বলে জানান তিনি।
এদিকে গরম কাপড়ের পাইকারি বাজার সৈয়দপুরে শুরু হয়েছে বেচাকেনা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দোকানিরা শীতের গরম কাপড় ক্রয় করছে। শিশুদের জন্য গরম কাপড় ক্রয় করতে আসা পঞ্চগড়ের ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ জানান, প্রতি বছর এ সময় সৈয়দপুরের বিভিন্ন ক্ষুদ্র গার্মেন্টসে তৈরি করা পোশাক ক্রয় করেন তিনি। আগাম ক্রয় করায় দাম তুলনামূলক কম থাকে। শীতের ভরা মৌসুমে তা বেড়ে যায়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এতে করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শরৎ শেষে আসছে হেমন্ত। ঋতুর পালাবদলে এরপরই আসবে শীত। তবে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী ও পঞ্চগড়ে আগমনী বার্তা দিচ্ছে শীত। ক্রমেই তাপমাত্রা কমছে এ দুটি জেলায়। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, ভোরবেলায় কেটে যাচ্ছে সেই কুয়াশা। আর এ সময়ে মানুষজন শীত নিবারণের জন্য হালকা কাঁথা, কম্বল গায়ে জড়িয়ে নিচ্ছে।
সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৷ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে বইছে শীতের হিম বাতাস। গত কয়দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে গোটা উপজেলা জুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। গত কয়েক দিনে ধরেই এ উপজেলায় তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রির ঘরে উঠানামা করছে।
রোকনুজ্জামান বলেন, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে হালকা হিমেল হাওয়া ও কুয়াশা বইতে শুরু হলেও অক্টোবর মাসে তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে নভেম্বর মাসের শুরু বা মাঝামাঝিতে তাপমাত্রা আরও নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে। হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দেশের অন্যান্য জেলার তুলনায় শীত মৌসুম সর্বপ্রথম শীতের আগমন ঘটে এবং দীর্ঘদিন থাকে এবং মৌসুমের শেষে বিদায় নেয় ৷
নীলফামারী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে ২৪ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যা এক সপ্তাহে আগেও ২৮ ডিগ্রির ওপরে ছিল। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, আগামী রোববার পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। অক্টোবরের শেষের দিকে শীতের তীব্রতা দেখা দিতে পারে। পাশাপাশি সকাল বেলায় কুয়াশার স্থায়ীকাল বেড়ে যাবে। বর্তমানে দিনে গরম থাকলেও রাতে শীত বাড়তে থাকবে।
নীলফামারীর ডিমলার কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, দুই দিন ধরে শেষ রাতে ঠান্ডা লাগে। এ জন্য হালকা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তা ছাড়া ভোরবেলায় কুয়াশা পড়ছে। তবে সূর্য ওঠার পরপরই কেটে যাচ্ছে কুয়াশা। দিনের বেলায় গরমের তীব্রতা আগের মতোই রয়েছে বলে জানান তিনি।
এদিকে গরম কাপড়ের পাইকারি বাজার সৈয়দপুরে শুরু হয়েছে বেচাকেনা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দোকানিরা শীতের গরম কাপড় ক্রয় করছে। শিশুদের জন্য গরম কাপড় ক্রয় করতে আসা পঞ্চগড়ের ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ জানান, প্রতি বছর এ সময় সৈয়দপুরের বিভিন্ন ক্ষুদ্র গার্মেন্টসে তৈরি করা পোশাক ক্রয় করেন তিনি। আগাম ক্রয় করায় দাম তুলনামূলক কম থাকে। শীতের ভরা মৌসুমে তা বেড়ে যায়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এতে করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১০ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
১৪ ঘণ্টা আগে