নিজস্ব প্রতিবেদক, ঢাকা এবং নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধি
শরৎ শেষে আসছে হেমন্ত। ঋতুর পালাবদলে এরপরই আসবে শীত। তবে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী ও পঞ্চগড়ে আগমনী বার্তা দিচ্ছে শীত। ক্রমেই তাপমাত্রা কমছে এ দুটি জেলায়। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, ভোরবেলায় কেটে যাচ্ছে সেই কুয়াশা। আর এ সময়ে মানুষজন শীত নিবারণের জন্য হালকা কাঁথা, কম্বল গায়ে জড়িয়ে নিচ্ছে।
সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৷ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে বইছে শীতের হিম বাতাস। গত কয়দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে গোটা উপজেলা জুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। গত কয়েক দিনে ধরেই এ উপজেলায় তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রির ঘরে উঠানামা করছে।
রোকনুজ্জামান বলেন, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে হালকা হিমেল হাওয়া ও কুয়াশা বইতে শুরু হলেও অক্টোবর মাসে তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে নভেম্বর মাসের শুরু বা মাঝামাঝিতে তাপমাত্রা আরও নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে। হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দেশের অন্যান্য জেলার তুলনায় শীত মৌসুম সর্বপ্রথম শীতের আগমন ঘটে এবং দীর্ঘদিন থাকে এবং মৌসুমের শেষে বিদায় নেয় ৷
নীলফামারী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে ২৪ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যা এক সপ্তাহে আগেও ২৮ ডিগ্রির ওপরে ছিল। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, আগামী রোববার পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। অক্টোবরের শেষের দিকে শীতের তীব্রতা দেখা দিতে পারে। পাশাপাশি সকাল বেলায় কুয়াশার স্থায়ীকাল বেড়ে যাবে। বর্তমানে দিনে গরম থাকলেও রাতে শীত বাড়তে থাকবে।
নীলফামারীর ডিমলার কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, দুই দিন ধরে শেষ রাতে ঠান্ডা লাগে। এ জন্য হালকা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তা ছাড়া ভোরবেলায় কুয়াশা পড়ছে। তবে সূর্য ওঠার পরপরই কেটে যাচ্ছে কুয়াশা। দিনের বেলায় গরমের তীব্রতা আগের মতোই রয়েছে বলে জানান তিনি।
এদিকে গরম কাপড়ের পাইকারি বাজার সৈয়দপুরে শুরু হয়েছে বেচাকেনা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দোকানিরা শীতের গরম কাপড় ক্রয় করছে। শিশুদের জন্য গরম কাপড় ক্রয় করতে আসা পঞ্চগড়ের ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ জানান, প্রতি বছর এ সময় সৈয়দপুরের বিভিন্ন ক্ষুদ্র গার্মেন্টসে তৈরি করা পোশাক ক্রয় করেন তিনি। আগাম ক্রয় করায় দাম তুলনামূলক কম থাকে। শীতের ভরা মৌসুমে তা বেড়ে যায়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এতে করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শরৎ শেষে আসছে হেমন্ত। ঋতুর পালাবদলে এরপরই আসবে শীত। তবে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারী ও পঞ্চগড়ে আগমনী বার্তা দিচ্ছে শীত। ক্রমেই তাপমাত্রা কমছে এ দুটি জেলায়। মাঝরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক, ভোরবেলায় কেটে যাচ্ছে সেই কুয়াশা। আর এ সময়ে মানুষজন শীত নিবারণের জন্য হালকা কাঁথা, কম্বল গায়ে জড়িয়ে নিচ্ছে।
সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৷ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে বইছে শীতের হিম বাতাস। গত কয়দিন ধরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে গোটা উপজেলা জুড়ে। আর মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান। গত কয়েক দিনে ধরেই এ উপজেলায় তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রির ঘরে উঠানামা করছে।
রোকনুজ্জামান বলেন, সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে হালকা হিমেল হাওয়া ও কুয়াশা বইতে শুরু হলেও অক্টোবর মাসে তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে নভেম্বর মাসের শুরু বা মাঝামাঝিতে তাপমাত্রা আরও নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে। হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় এ উপজেলায় দেশের অন্যান্য জেলার তুলনায় শীত মৌসুম সর্বপ্রথম শীতের আগমন ঘটে এবং দীর্ঘদিন থাকে এবং মৌসুমের শেষে বিদায় নেয় ৷
নীলফামারী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে তাপমাত্রা কমে গিয়ে ২৪ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যা এক সপ্তাহে আগেও ২৮ ডিগ্রির ওপরে ছিল। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, আগামী রোববার পর্যন্ত উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। অক্টোবরের শেষের দিকে শীতের তীব্রতা দেখা দিতে পারে। পাশাপাশি সকাল বেলায় কুয়াশার স্থায়ীকাল বেড়ে যাবে। বর্তমানে দিনে গরম থাকলেও রাতে শীত বাড়তে থাকবে।
নীলফামারীর ডিমলার কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, দুই দিন ধরে শেষ রাতে ঠান্ডা লাগে। এ জন্য হালকা কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাতে হচ্ছে। তা ছাড়া ভোরবেলায় কুয়াশা পড়ছে। তবে সূর্য ওঠার পরপরই কেটে যাচ্ছে কুয়াশা। দিনের বেলায় গরমের তীব্রতা আগের মতোই রয়েছে বলে জানান তিনি।
এদিকে গরম কাপড়ের পাইকারি বাজার সৈয়দপুরে শুরু হয়েছে বেচাকেনা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা দোকানিরা শীতের গরম কাপড় ক্রয় করছে। শিশুদের জন্য গরম কাপড় ক্রয় করতে আসা পঞ্চগড়ের ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ জানান, প্রতি বছর এ সময় সৈয়দপুরের বিভিন্ন ক্ষুদ্র গার্মেন্টসে তৈরি করা পোশাক ক্রয় করেন তিনি। আগাম ক্রয় করায় দাম তুলনামূলক কম থাকে। শীতের ভরা মৌসুমে তা বেড়ে যায়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এতে করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে মধ্য-বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৩১ মিনিট আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩৭ মিনিট আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
২ ঘণ্টা আগেকারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন
২ ঘণ্টা আগে