Ajker Patrika

যারা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, ভিসা নীতি নিয়ে তাদের ভয়ের কিছু নেই: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৩, ০০: ২৩
যারা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, ভিসা নীতি নিয়ে তাদের ভয়ের কিছু নেই: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘যাঁরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করেন, তাঁদের মার্কিন ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই।’ আজ মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিকেলে ঢাকায় এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

পিটার হাস বলেন, ‘নতুন মার্কিন ভিসা নীতি সকলের জন্য প্রযোজ্য এবং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশের সকলকে সঠিক আচরণ করতে উৎসাহিত করবে। নীতির পেছনের ধারণাটি প্রত্যেকের জন্য প্রযোজ্য।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস বলেন, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, আর যুক্তরাষ্ট্রও তা-ই চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি স্পষ্ট করেছেন, পররাষ্ট্রমন্ত্রীও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নির্বাচন দেখার জন্য স্বাগত জানিয়েছেন। সুতরাং, আমি কোনো মতবিরোধ দেখছি না।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘প্রত্যেক বাংলাদেশি চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আমরাও তাই চাই।’

রাষ্ট্রদূত হাস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশি জনগণের সমর্থনে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এটি আমাদের নীতি ব্যবহার করে সমর্থন করার একটি উপায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত