কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে। মালয়েশিয়া থেকে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ কথা বলেন।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মাসব্যাপী ছবি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়া আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেন।
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩৬ জনকে গ্রেপ্তারের পর তারা সারা দেশে দেখছে এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না। তারপর আরও দুজনকে আটক করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও কিছু গ্রেপ্তার হতে পারে—এমন ইঙ্গিত মালয়েশিয়া সরকার দিয়েছে।
তৌহিদ হোসেন বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সবার জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা তারা পায়নি। তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী দুই থেকে সাত বছর জেল হতে পারে।
উপদেষ্টার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।
তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দেবে।
ভারতের পুশ ইন ২ হাজার ছাড়িয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইন দুই হাজার ছাড়িয়েছে। তবে ভারতীয় কাউকে পুশ ইন করা হলে তাদের ফেরত পাঠানো হবে।
ভিসা আবেদন প্রত্যাখ্যান বেড়েছে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন প্রত্যাখ্যান অনেক বেড়ে গেছে। সরকার এর কারণ খতিয়ে দেখছে। জাল কাগজপত্র জমা দেওয়ার কারণে যাঁদের ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, তাঁদের শাস্তির আওতায় আনার ওপর তিনি গুরুত্ব দেন।
মালয়েশিয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে। মালয়েশিয়া থেকে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ কথা বলেন।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মাসব্যাপী ছবি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়া আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেন।
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩৬ জনকে গ্রেপ্তারের পর তারা সারা দেশে দেখছে এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না। তারপর আরও দুজনকে আটক করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও কিছু গ্রেপ্তার হতে পারে—এমন ইঙ্গিত মালয়েশিয়া সরকার দিয়েছে।
তৌহিদ হোসেন বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সবার জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা তারা পায়নি। তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী দুই থেকে সাত বছর জেল হতে পারে।
উপদেষ্টার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।
তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দেবে।
ভারতের পুশ ইন ২ হাজার ছাড়িয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইন দুই হাজার ছাড়িয়েছে। তবে ভারতীয় কাউকে পুশ ইন করা হলে তাদের ফেরত পাঠানো হবে।
ভিসা আবেদন প্রত্যাখ্যান বেড়েছে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন প্রত্যাখ্যান অনেক বেড়ে গেছে। সরকার এর কারণ খতিয়ে দেখছে। জাল কাগজপত্র জমা দেওয়ার কারণে যাঁদের ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, তাঁদের শাস্তির আওতায় আনার ওপর তিনি গুরুত্ব দেন।
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে।
৬ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৬ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৬ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৭ ঘণ্টা আগে