Ajker Patrika

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন ৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২২ জুন ২০২৪, ১৫: ৫৩
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন ৭ সমঝোতা স্মারক স্বাক্ষর

দুই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারতের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারে নতুন ৭টিসহ মোট ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। 

আজ শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব এমওইউ স্বাক্ষরিত হয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে। 

নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আছেন। আজ নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে সংযোগ, জ্বালানি, অভিন্ন নদীর পানিবণ্টন, সামুদ্রিক সম্পদ আহরণ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক সহযোগিতা, রেলওয়ে, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা খাতে সহযোগিতা, মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমঝোতা স্মারক বিনিময় করা হয়।

নতুন ৭টি সমঝোতা স্মারক
* বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্র অর্থনীতি ও সমুদ্র সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে সমঝোতা স্মারক।

* ভারত মহাসাগরে সমুদ্রবিজ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ গবেষণার জন্য বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এবং ভারতের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (সিএসআইআর) মধ্যে সমঝোতা স্মারক।

* ভারত ও বাংলাদেশের মধ্যে রেল সংযোগ নিয়ে সমঝোতা স্মারক ছাড়াও ভারত-বাংলাদেশ ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশ সবুজ অংশীদারত্ব বিষয়ে ‘শেয়ার্ড ভিশন’ স্মারক স্বাক্ষরিত হয়।

* যৌথ ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহযোগিতার জন্য ভারতীয় জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র (IN-SPACE) ও ভারতের মহাকাশ বিভাগ এবং বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

* ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ (ডিএসসিসি), ওয়েলিংটন এবং ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) মিরপুরের মধ্যে কৌশলগত ও পরিচালনগত ক্ষেত্রে সামরিক শিক্ষাসংক্রান্ত সহযোগিতার জন্য সমঝোতা স্মারক।

* এ ছাড়া তিনটি নবায়নকৃত সমঝোতা স্মারক হলো—মৎস্য খাতে সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও ওষুধের ক্ষেত্রে সহযোগিতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত