Ajker Patrika

এবারের ঈদ যাত্রায় সড়কে প্রাণ গেছে ২৭৩ জনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৩: ০৮
এবারের ঈদ যাত্রায় সড়কে প্রাণ গেছে ২৭৩ জনের 

গত ছয় বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সড়কে দুর্ঘটনা ঘটেছে মোট এক হাজার ২৮৮ টি। এসব দুর্ঘটনায় মারা গেছেন এক হাজার ৫০০ জন এবং আহত হয়েছে চার হাজার ৩৫৬ জন। 

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশকালে এই তথ্য তুলে ধরেন। 

যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনায় প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদ যাত্রা শুরুর দিন গত ১৪ জুলাই থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ জুলাই পর্যন্ত বিগত ১৫ দিনে যাতায়াতে সড়ক-মহাসড়কে ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন্য নিহত হয়েছেন যা গত ছয় বছরে তুলনায় সর্বোচ্চ। আহত হয়েছেন ৪৪৭ জন। 

সংগঠনটি প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতোই এবারও দুর্ঘটনা শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে। যা মোট  দুর্ঘটনার ৩৬ দশমিক ২৫  শতাংশ, নিহত ৩৪ দশমিক ০৬ শতাংশ এবং আহতের  ১৩ দশমিক ১৯ শতাংশ প্রায়। 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, 'বিগত ঈদগুলোতে সরকারের নানা মহলের তৎপরতা থাকায় দুর্ঘটনার লাগাম টেনে ধরতে সক্ষম হলেও, এবারের কঠোর লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত থাকার পরেও এবং  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি না থাকায় ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির তুলনামূলক বেড়েছে। সড়কে শৃঙ্খলা না ফিরতে এর মধ্যেই সড়ক আইন আরও দুর্বল করার ষড়যন্ত্র চলছে। ফলে সড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়বে বলে আমরা মনে করি'। 

সড়ক দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে বলা হয়েছে, লকডাউনের কারণে এবং স্বল্প সময়ের জন্য গণপরিবহন চালু করার ফলে, মহাসড়কে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেটকার, মোটরসাইকেল-অটোরিকশা, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানের বেপরোয়া গতিতে চালানো। 

জাতীয় মহাসড়ক রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ঈদে যাতায়াতকারী ব্যক্তিগত যানের চালকদের রাতে এবং জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে চালানো। 

মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনে ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন অন্যতম কারণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত