Ajker Patrika

ভিসা নীতি নিয়ে আমি মাথা ঘামাই না: বিদায়ী প্রধান বিচারপতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ২২
ভিসা নীতি নিয়ে আমি মাথা ঘামাই না: বিদায়ী প্রধান বিচারপতি 

বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘ভিসা নীতি নিয়ে আমি এত মাথা ঘামাই না। এটা স্বাধীন-সার্বভৌম একটা রাষ্ট্র। এই রাষ্ট্র একাত্তর সালে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। আমি এতে বিচলিত নই। আর আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে বলব–আমি কখনো আমেরিকা যাইনি, যাবও না।’

আজ সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 

এর আগে সারা দেশের জেলা আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের অংশ হিসেবে রাজশাহী, চট্টগ্রাম, নোয়াখালীসহ ১০ জেলায় ন্যায়কুঞ্জ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধান বিচারপতি। 

প্রধান বিচারপতি বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারা দেশের বিচারকদের উৎসাহিত করেছি।’ 

কোনো আক্ষেপ আছে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘এ রকম আক্ষেপ নেই, ন্যায়কুঞ্জটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। রেকর্ড ভবনটা শেষ করতে পারলে, চারতলা বিশিষ্ট মসজিদ যেটা হচ্ছে সেটা শেষ করে যেতে পারলে ভালো লাগত। সব তো হয় না। আমার সময় তো এক বছর আট মাস ছিল মাত্র। প্রতিটি মিনিট আমি কাজে লাগানোর চেষ্টা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত